3:50 pm, Tuesday, 9 September 2025

বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী নেতাকে মুখোশধারীদের গুলি

haspatal 20250801223950

 

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বনানী থানার বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর অফিস ক্লাবের সামনে দুর্বৃত্তের গুলিতে জামান হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর সাবেক সাধারণ সম্পাদক।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের অনস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

জামাল হোসেন বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টারের মৃত মুন্নাফ আলীর ছেলে। তিনি বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী। আহত জামাল হোসেনের ভাই সজল জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের স্টাফ কোয়ার্টার অফিসের সামনে দাঁড়িয়ে ছিল আমার ভাই। এ সময় মুখোশধারী দুই ব্যক্তি এসে তার চোখের ডান পাশে গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন— আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বনানী থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে রেফার্ড করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। বিষয়টি বনানী থানা পুলিশকে জানিয়েছি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 05:52:19 pm, Friday, 1 August 2025
144 Time View

বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী নেতাকে মুখোশধারীদের গুলি

Update Time : 05:52:19 pm, Friday, 1 August 2025

 

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বনানী থানার বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর অফিস ক্লাবের সামনে দুর্বৃত্তের গুলিতে জামান হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর সাবেক সাধারণ সম্পাদক।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের অনস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

জামাল হোসেন বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টারের মৃত মুন্নাফ আলীর ছেলে। তিনি বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী। আহত জামাল হোসেনের ভাই সজল জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের স্টাফ কোয়ার্টার অফিসের সামনে দাঁড়িয়ে ছিল আমার ভাই। এ সময় মুখোশধারী দুই ব্যক্তি এসে তার চোখের ডান পাশে গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন— আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বনানী থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে রেফার্ড করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। বিষয়টি বনানী থানা পুলিশকে জানিয়েছি।