নড়াইল-২ আসন নিয়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার, বর্ধিত সভায় ঐক্যবদ্ধ কাজের আহ্বান-ভিপি নূর

নড়াইল প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল নির্ধারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে প্রস্তুতি জোরদার করতে গণঅধিকার পরিষদের উদ্যোগে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। সভা শেষে নড়াইল-২ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে একান্ত আলাপচারিতায় মিলিত হন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর। খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক ও নড়াইল-২ আসনের সম্ভাব্য প্রার্থী লায়ন নুর ইসলাম। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনিরুল মাওলা। কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম এবং নড়াইল জেলার গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
আলোচনায় উঠে আসে—গণঅধিকার পরিষদ একটি জনসম্পৃক্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যেভাবে সারা দেশে গণভিত্তি গড়ে তুলছে, ঠিক সেভাবে খুলনা বিভাগ এবং বিশেষ করে নড়াইল জেলায় এই জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে ভিপি নূর বলেন, “আমরা একটি জনমুখী, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। নড়াইল-২ আসনে আমাদের সম্ভাবনা উজ্জ্বল, তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরো বলেন, “দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও আস্থা গড়ে তুলতে হবে। এজন্য খুলনা বিভাগের প্রধান সমন্বয়ককে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে, যেন মাঠ পর্যায়ে নেতৃত্ব ও কর্মসূচির বাস্তবায়নে কোনো ঘাটতি না থাকে।”
প্রার্থী হিসেবে আলোচনায় থাকা লায়ন নুর ইসলাম বলেন, “নড়াইলের জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে আমি এই পথচলা শুরু করেছি। জনমানুষের পাশে থেকে তাদের কথা বলাই আমার রাজনীতির মূল দর্শন। আমার বিশ্বাস, গণঅধিকার পরিষদ এখানেও একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।”
এছাড়াও সভায় দলীয় প্রচার-প্রচারণা, ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা এবং নির্বাচনী ইস্যুতে সাংগঠনিক বার্তা ছড়িয়ে দেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়।
এটি ছিল গণঅধিকার পরিষদের সাম্প্রতিক সময়ের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, যা আগামী দিনের নির্বাচনে দলের প্রস্তুতির দিকনির্দেশনা দেবে বলে নেতৃবৃন্দ আশাবাদ প্রকাশ করেন।
																			
																		
								                                        





















