3:15 am, Wednesday, 10 September 2025

বন্দরে জার্সি বদল করে আজমীর ওসমানের গেটিস হ্যান্ডকাপ মামুন এখন ফের বেপরোয়া!

1749719408503

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ বন্দর মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় জাতীয় পার্টি জার্সি বদল করে এখন বিএনপির জার্সি গায়ে লাগিয়ে ফের বেপরোয়া হয়ে উঠার অভিযোগ উঠেছে আজমীর ওসমানের গেটিস হেন্ডকাপ মামুনের বিরুদ্ধ।

স্থানীয় এলাকাবাসীসহ মদনপুর ইউনিয়ন বিএনপি একাধিক ত্যাগী নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান আওয়ামীলীগ সরকারের শাসন আমলে দুর্ধর্ষ এই হেন্ডকাপ মামুন জাতীয় পার্টির সন্ত্রাসী আজমীর ওসমানের খলিফা হিসেবে এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করতো।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ওই সময় হেন্ডকাপ মামুন গা বাঁচানোর জন্য রাতা রাতি বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরনের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশ করেন। বিভিন্ন পন্থা অবলম্বন করে গত ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সেক্টর থেকে হেন্ডকাপ মামুনসহ তার চেলাচামুন্ডারা পরিবহন সেক্টর থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। নব্য বিএনপি নেতা হেন্ডকাপ মামুনসহ তার দোসরদের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছে নারায়ণগঞ্জ মদনপুর বন্দর সহ আশেপাশের লোকজন।

উপজেলা বিএনপি লোভী নেতা হিরণের মত কিছু লোকের কারণে এসব নব্য বিএনপি নেতা দলে অনুপ্রবেশের কারণে দেশবাসীর কাছে এতিহ্যবাহী দলটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসী আরো জানান আজমীর ওসমানের খলিফা হেন্ডকাপ মামুনের বিরুদ্ধে তদন্তপূর্বক সাংগঠনিক কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় বিএনপি সিনিয়র নেতাদের সুদৃষ্টি কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 09:27:33 am, Thursday, 12 June 2025
125 Time View

বন্দরে জার্সি বদল করে আজমীর ওসমানের গেটিস হ্যান্ডকাপ মামুন এখন ফের বেপরোয়া!

Update Time : 09:27:33 am, Thursday, 12 June 2025

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ বন্দর মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় জাতীয় পার্টি জার্সি বদল করে এখন বিএনপির জার্সি গায়ে লাগিয়ে ফের বেপরোয়া হয়ে উঠার অভিযোগ উঠেছে আজমীর ওসমানের গেটিস হেন্ডকাপ মামুনের বিরুদ্ধ।

স্থানীয় এলাকাবাসীসহ মদনপুর ইউনিয়ন বিএনপি একাধিক ত্যাগী নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান আওয়ামীলীগ সরকারের শাসন আমলে দুর্ধর্ষ এই হেন্ডকাপ মামুন জাতীয় পার্টির সন্ত্রাসী আজমীর ওসমানের খলিফা হিসেবে এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করতো।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ওই সময় হেন্ডকাপ মামুন গা বাঁচানোর জন্য রাতা রাতি বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরনের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশ করেন। বিভিন্ন পন্থা অবলম্বন করে গত ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সেক্টর থেকে হেন্ডকাপ মামুনসহ তার চেলাচামুন্ডারা পরিবহন সেক্টর থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। নব্য বিএনপি নেতা হেন্ডকাপ মামুনসহ তার দোসরদের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছে নারায়ণগঞ্জ মদনপুর বন্দর সহ আশেপাশের লোকজন।

উপজেলা বিএনপি লোভী নেতা হিরণের মত কিছু লোকের কারণে এসব নব্য বিএনপি নেতা দলে অনুপ্রবেশের কারণে দেশবাসীর কাছে এতিহ্যবাহী দলটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসী আরো জানান আজমীর ওসমানের খলিফা হেন্ডকাপ মামুনের বিরুদ্ধে তদন্তপূর্বক সাংগঠনিক কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় বিএনপি সিনিয়র নেতাদের সুদৃষ্টি কামনা করেন।