বাসায় ঢুকে সাংবাদিক হৃদয় ইসলাম চুন্নু কে হত্যার হুমকি

বিশেষ প্রতিনিধি:
রাজধানীর কদমতলী থানা এলাকায় সাংবাদিক হৃদয় ইসলাম চুন্নুর বাসায় ঢুকে অজ্ঞাত ২০থেকে ২৫ জন যুবক তাকে হত্যার উদ্দেশ্যে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ ইং রাত ৩ টার দিকে রাজধানী কদমতলী থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।
সে তার স্ত্রী ও সন্তান বাসায় ছিলেন, সে সময় সাংবাদিক হৃদয় ইসলাম বাসায় ছিলেন না। তাকে হত্যা করার উদ্দেশ্য তার বাসায় কয়েক জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠি ছোটা নিয়ে ঢুকে। এবং তার বাসায় থাকা প্রায় দের লাখ নগত টাকা ও দুই বড়ি স্বর্ন নিয়ে দুর্বৃত্তরা চলে যায়।
এবং সাংবাদিক হৃদয় ইসলামের স্ত্রীকে হুমকি দেয়। দুর্বৃত্তরা বলেন আগামী কাল সকালে আবার আসবো। আশে পাশে সিসি টিভির ফুটেস চেক করলে পাওয়া যেতে পারে। হৃদয় ইসলামের জীবন ঝুঁকিপূর্ণতে রয়েছে।
প্রশাসনের কাছে আমার নিরাপত্তা দাবি জানান। এবং সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।