জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির আয়োজনে সংস্থার জেলা কার্যালয়ে ২৯ জানুয়ারী ২০২৫ ইং বুধবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা কমিটির সভাপতি মো: নুরুল আমিন হেলালী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: উসমান গনি ইলি এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো: মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মো: শাহজাহান মোল্লা, মো: আলমগীর গনি, সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মো: হাসান সরদার জুয়েল, যুগ্ম মহাসচিব মো: আব্দুল মজিদ, সহকারী মহাসচিব মো: সাজাদুর রহমান সাজু, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো: মাসুদ আলম সাগর, সাধারণ পরিষদ সদস্য মো: শরিফুল ইসলাম সহ নেতৃবৃন্দ।