সিদ্ধিরগঞ্জে ভুয়া ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা: গণধোলাইয়ের পর আটক ২

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেওয়ার চেষ্টাকালে দুই ভুয়া ডিবি সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি ‘এক্স নোহা’ মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—শরীয়তপুর জেলার নড়িয়া থানার উপশি গ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে সুমন মিয়া (৪২) এবং গাজীপুরের কালীগঞ্জ থানার দত্তপাড়া এলাকার হাছান মোহাম্মদ হৃদয় (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪-৫ জনের একটি সংঘবদ্ধ অপরাধী চক্র ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তিকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের পথচারীরা এগিয়ে এসে তাদের চ্যালেঞ্জ করলে চক্রটি পালানোর চেষ্টা করে।
জনতা ধাওয়া দিয়ে সুমন ও হৃদয়কে ধরে গণধোলাই দেয়, তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী মাহতাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জনতা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এই চক্রের পলাতক বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।














