চট্টগ্রাম শাহনুরুদ্দিন মাদ্রাসার ছাত্রীদের যৌন হয়রানি মানববন্ধনে হামলায় একাধিক শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহনুরুদ্দিন দাখিল মাদরাসার প্রধান শিক্ষক নুরুল হাকিম কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
গত ৭ ডিসেম্বর মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানী, ছাত্রী নিপিড়ক,ও অশ্লীন কু-প্রস্তাবের অভিযোগে এই মানববন্ধন করা হয়।
শিক্ষার্থীর দাবি এই শিক্ষকের চাকরীচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী। এসময় স্থানীয়রাও এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে। এ সময় প্রধান শিক্ষকের নেতৃত্বে একটি দল শান্তিপূর্ণ মানববন্ধনে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এ হামলায় প্রায় ১০/১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। বর্তমানে তারা নাইক্ষ্যংছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনাটি ঘটেছে রোববার (৭ ডিসেম্বর) দুপুরে।
হামলাকারী ও প্রধান শিক্ষকের কঠোর শাস্তির দাবী করেন শিক্ষার্থী এবং অভিভাবকসহ সচেতন মহল।
উল্লেখ্য অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল হাকিম প্রায় সময় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা মাদরাসা থেকে বাড়ি ফিরে কান্নাকাটি করলে তার মা/বাবা কারণ জিজ্ঞাসা করলে সে ঘটনার জানাজানি হয়। নাম প্রকাশের অনিচ্ছুক অনেক অভিভাবকরা জানান,
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানা এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন। এবং এই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত টিম গঠন করা হলেও এই পর্যন্ত এর কোন সমাধান না হওয়া আজকের এই মানববন্ধন বলে দাবি করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হস্তক্ষেপ ও এমন চরিত্রহীন শিক্ষক এর চাকরীচ্যুতি সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।























