11:22 am, Wednesday, 5 November 2025

বিএনপির মনোনয়ন ঝুলছে ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানা না মাওলানা জুনায়েদ আল-হাবিব?

দিগন্ত প্রতিদিন

Screenshot 2025 11 04 19 31 33 37 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

 

ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ (২) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা না হওয়ায় জেলাজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে চায়ের দোকান—সব জায়গাতেই এখন এই আসন নিয়ে রাজনৈতিক জল্পনা-কল্পনা থামছেই না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন।

তবে আলোচনার কেন্দ্রে রয়েছে এই ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। কারণ, এখন পর্যন্ত ধানের শীষের মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ধারণা করা হচ্ছে, ২০-দলীয় জোটের অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল-হাবিবই শেষ পর্যন্ত জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জোটগত সমন্বয়ের অংশ হিসেবেই বিএনপি এই আসনে জুনায়েদ আল-হাবিবকে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করতে পারে। কয়েকদিন আগে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে জুনায়েদ আল-হাবিবও বলেছিলেন, “ধানের শীষ থেকেই আমি হবো সরাইল-আশুগঞ্জ আসনের প্রার্থী, রুমিন নয়।” এরপর থেকেই তাঁর নির্বাচনী প্রচারণার তৎপরতা আরও বেড়েছে।

অন্যদিকে, রুমিন ফারহানাও গত কয়েক মাস ধরে সরাইল ও আশুগঞ্জে ব্যাপক গণসংযোগ, সভা-সমাবেশ ও মতবিনিময় করেছেন। তাঁর সঙ্গে মাঠে সক্রিয় ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ জন।

বর্তমান নির্বাচনী পরিস্থিতি, জোট রাজনীতি ও মাঠের সমীকরণ বিবেচনায় অনেকেই মনে করছেন—রুমিন ফারহানার মনোনয়ন পাওয়া এখন অনেকটাই অনিশ্চিত।

তবে মাওলানা জুনায়েদ আল-হাবিবের প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় সমর্থন দেখে অনেকে ধরে নিচ্ছেন, বিএনপি-জোটের প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত তিনিই ধানের শীষের টিকিট পাবেন।

দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, “ধাপে ধাপে বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে।” ফলে সরাইল-আশুগঞ্জ আসনে কে পাচ্ছেন বিএনপির চূড়ান্ত মনোনয়ন—তা এখন সময়ের অপেক্ষা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 12:48:03 am, Wednesday, 5 November 2025
25 Time View

বিএনপির মনোনয়ন ঝুলছে ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানা না মাওলানা জুনায়েদ আল-হাবিব?

Update Time : 12:48:03 am, Wednesday, 5 November 2025

 

ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ (২) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা না হওয়ায় জেলাজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে চায়ের দোকান—সব জায়গাতেই এখন এই আসন নিয়ে রাজনৈতিক জল্পনা-কল্পনা থামছেই না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন।

তবে আলোচনার কেন্দ্রে রয়েছে এই ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। কারণ, এখন পর্যন্ত ধানের শীষের মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ধারণা করা হচ্ছে, ২০-দলীয় জোটের অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল-হাবিবই শেষ পর্যন্ত জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জোটগত সমন্বয়ের অংশ হিসেবেই বিএনপি এই আসনে জুনায়েদ আল-হাবিবকে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করতে পারে। কয়েকদিন আগে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে জুনায়েদ আল-হাবিবও বলেছিলেন, “ধানের শীষ থেকেই আমি হবো সরাইল-আশুগঞ্জ আসনের প্রার্থী, রুমিন নয়।” এরপর থেকেই তাঁর নির্বাচনী প্রচারণার তৎপরতা আরও বেড়েছে।

অন্যদিকে, রুমিন ফারহানাও গত কয়েক মাস ধরে সরাইল ও আশুগঞ্জে ব্যাপক গণসংযোগ, সভা-সমাবেশ ও মতবিনিময় করেছেন। তাঁর সঙ্গে মাঠে সক্রিয় ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ জন।

বর্তমান নির্বাচনী পরিস্থিতি, জোট রাজনীতি ও মাঠের সমীকরণ বিবেচনায় অনেকেই মনে করছেন—রুমিন ফারহানার মনোনয়ন পাওয়া এখন অনেকটাই অনিশ্চিত।

তবে মাওলানা জুনায়েদ আল-হাবিবের প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় সমর্থন দেখে অনেকে ধরে নিচ্ছেন, বিএনপি-জোটের প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত তিনিই ধানের শীষের টিকিট পাবেন।

দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, “ধাপে ধাপে বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে।” ফলে সরাইল-আশুগঞ্জ আসনে কে পাচ্ছেন বিএনপির চূড়ান্ত মনোনয়ন—তা এখন সময়ের অপেক্ষা।