মৃত্যুর আগে মাকে বলে যায়, ওরা আমাকে লোহার রড ও এঙ্গেল দিয়ে পিটিয়েছে!

সিনিয়র করেসপন্ডেন্ট:
রাজধানীর যাত্রাবাড়ীর একটি গাড়ি মেরাম গ্যারেজ থেকে আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী কাউন্সিল উত্তর শরীফপাড়া এলাকার ফারুক মিয়ার গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে ওই গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির শরীরে একাধিক জখমের চিহ্ন দেখা গেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, ভোরে বাসা থেকে বেরিয়ে যান আনোয়ার। পরে স্থানীয়দের মাধ্যমে তার পরিবার জানতে পারে ফারুকের গ্যারেজে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন তিনি। এ রকম সংবাদের ভিত্তিতে আনোয়ারের মা গ্যারেজে গিয়ে ছেলেকে জীবিত অবস্থায় পান এবং তার কাছ থেকেই জানতে পারেন তাকে লোহার এঙ্গেল দিয়ে পিটিয়েছে। এরপর সেখানেই তার ছেলে মারা যান। ঘটনাস্থলের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মৃত আনোয়ার হোসেনের ভাই দেলোয়ার হোসেন জানান, তারা যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকার বাসিন্দা। আনোয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করতো। দুই সন্তানের বাবা ছিল আনোয়ার।
ভোরে আনোয়ার বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়া যায় তাকে পিটিয়ে ফারুকের গ্যারেজে হাত-পা বেঁধে ফেলে রাখছে। পরে তাদের মা দিলরুবা আক্তার সেই গ্যারেজে গিয়ে আনোয়ারকে খুবই গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। তখন আনোয়ার তার মাকে বলেন, তাকে রড ও লোহার এঙ্গেল দিয়ে পিটিয়েছে। এরপরেই তার ছেলে সেখানে মারা যায়। তবে যতটুক প্রাথমিকভাবে শুনেছি কোনো কিছু চুরির অপরাধে সেখানকার দারোয়ান তাকে বেঁধে লোহার এঙ্গেল দিয়ে পিটিয়ে হত্যা করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
																			
																		
								                                        

















