1:13 am, Wednesday, 5 November 2025

কারাবন্দি আ.লীগ নেতার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

দিগন্ত প্রতিদিন

screenshot 20251007 075800

স্টাফ রিপোর্টার:
কারাবন্দি আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লার জন্মদিনে তাকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী ফেরদৌসী আক্তার কণা। ছাত্রলীগ কোটায় অফিসার পদে চাকরি পাওয়া ছাত্রলীগের সাবেক এই নেত্রী এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার।

রোববার সকালে আহম্মদ আলী মোল্লার জন্মদিনে ফেরদৌসী আক্তার কণা তার আবেগঘন স্ট্যাটাসে খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে বলে উল্লেখ করেন। তার স্ট্যাটাসে লেখেন-

‘শুভ জন্মদিন আমার অস্তিত্ব’

জানি এ পথটা মসৃণ নয়, তবুও আমি নিশ্চিত দিনশেষে জয়ী তুমিই হবে কারণ আমি আছি সবসময় তোমার ভালবাসার ছায়া হয়ে। এলাকার হাজার হাজার মানুষের প্রার্থনায় তুমি আছো। বাচ্চাদের সারাদিনের সব কাজে তার বাবা আছে সবখানে । আমরা সবাই তোমাকে অনেক মিস করি। খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে ইনশাআল্লাহ।

আমার ভালবাসা, আজকের দিনে দোয়া করি, যেখানেই আছ,সেখানেই যেন আল্লাহ তোমাকে হেফাজত রাখে,সুস্থ রাখে। সবাই বরাবরের মতো আমাদের পরিবারের পাশে থাকবেন, দোয়ায় রাখবেন। আমিন..’

ফেরদৌসী আক্তার কণার এধরনের স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। নাম প্রকাশ না করার শর্তে তার একজন সহকর্মী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলারের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে এ ধরনের ফ্যাসিবাদী চেতনার স্ট্যাটাস দেওয়া এবং প্রশাসনের নীরব ভূমিকা জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আসিফ হোসেন নামের এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, কণার মতো অনেকেই এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। এরপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে দিন দিন ফ্যাসিবাদের দোসররা আরো বেশি সক্রিয় হচ্ছে।

কারাবন্দি স্বামী আহমেদ ২০১১-২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, পরে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর ঘাতক নির্মূল কমিটির সহ সভাপতি ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখা’র কোষাধ্যক্ষ এবং গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

চলতি বছরের ১৭ জুন রাত সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, কারাবন্দি স্বামীর জন্মদিনে ফ্যাসিবাদের দোসর রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদের নেত্রী কণার এই আবেগঘন স্ট্যাটাসেও ফুটে উঠেছে ফ্যাসিবাদী তৎপরতার একটা ইঙ্গিত। এভাবে কণার মতো আরো অনেক পলাতক ও কারাবন্দি আওয়ামী লীগ নেতাদের স্ত্রী-সন্তানেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 02:06:16 am, Tuesday, 7 October 2025
47 Time View

কারাবন্দি আ.লীগ নেতার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

Update Time : 02:06:16 am, Tuesday, 7 October 2025

স্টাফ রিপোর্টার:
কারাবন্দি আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লার জন্মদিনে তাকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী ফেরদৌসী আক্তার কণা। ছাত্রলীগ কোটায় অফিসার পদে চাকরি পাওয়া ছাত্রলীগের সাবেক এই নেত্রী এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার।

রোববার সকালে আহম্মদ আলী মোল্লার জন্মদিনে ফেরদৌসী আক্তার কণা তার আবেগঘন স্ট্যাটাসে খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে বলে উল্লেখ করেন। তার স্ট্যাটাসে লেখেন-

‘শুভ জন্মদিন আমার অস্তিত্ব’

জানি এ পথটা মসৃণ নয়, তবুও আমি নিশ্চিত দিনশেষে জয়ী তুমিই হবে কারণ আমি আছি সবসময় তোমার ভালবাসার ছায়া হয়ে। এলাকার হাজার হাজার মানুষের প্রার্থনায় তুমি আছো। বাচ্চাদের সারাদিনের সব কাজে তার বাবা আছে সবখানে । আমরা সবাই তোমাকে অনেক মিস করি। খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে ইনশাআল্লাহ।

আমার ভালবাসা, আজকের দিনে দোয়া করি, যেখানেই আছ,সেখানেই যেন আল্লাহ তোমাকে হেফাজত রাখে,সুস্থ রাখে। সবাই বরাবরের মতো আমাদের পরিবারের পাশে থাকবেন, দোয়ায় রাখবেন। আমিন..’

ফেরদৌসী আক্তার কণার এধরনের স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। নাম প্রকাশ না করার শর্তে তার একজন সহকর্মী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলারের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে এ ধরনের ফ্যাসিবাদী চেতনার স্ট্যাটাস দেওয়া এবং প্রশাসনের নীরব ভূমিকা জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আসিফ হোসেন নামের এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, কণার মতো অনেকেই এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। এরপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে দিন দিন ফ্যাসিবাদের দোসররা আরো বেশি সক্রিয় হচ্ছে।

কারাবন্দি স্বামী আহমেদ ২০১১-২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, পরে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর ঘাতক নির্মূল কমিটির সহ সভাপতি ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখা’র কোষাধ্যক্ষ এবং গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

চলতি বছরের ১৭ জুন রাত সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, কারাবন্দি স্বামীর জন্মদিনে ফ্যাসিবাদের দোসর রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদের নেত্রী কণার এই আবেগঘন স্ট্যাটাসেও ফুটে উঠেছে ফ্যাসিবাদী তৎপরতার একটা ইঙ্গিত। এভাবে কণার মতো আরো অনেক পলাতক ও কারাবন্দি আওয়ামী লীগ নেতাদের স্ত্রী-সন্তানেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়।