4:03 am, Monday, 6 October 2025

বরাবর,
মাননীয় পুলিশ কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-(ডিএমপি)
৩৬. শহিদ ক্যাপ্টেন মনসুর আলী স্বরণী,
রমনা, ঢাকা-১০০০
ফোন-৪৮৩১২৫৫৫, ফ্যাক্স-৪৮৩১৮২১০
E-mail: pc@dmp.gov.bd

বিষয়: পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে!

জনাব
আমি নিম্নস্বাক্ষরকারী মো: রাসেল সরকার (৩৯), পিতা: মৃত আ: রহীম সরকার, মাতা: আবেদা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং: ৩৩২৩০১৭৪২১৮৮৭, ঠিকানা (স্থায়ী ও বর্তমান)-৩৯/৩ মানিকনগর, থানা-মুগদা, ঢাকা, গ্রাম মানিকনগর ওয়াসা রোড পশ্চিম পার্শ্বের এলাকং, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং-৭ থাানা মুগদা, জেলা-ঢাকা, মোবাইল নং-০১৭২৬৯১৫৫২৪

বিবাদী মো: আমিন খান, জুম সোয়েটার্সের মালিক মজিদ অলুকদার, মনিরুজ্জামান মনির, মাহফুজুর রহমান পিয়াল, সোনিয়া তালুকদার গং অস্থায়ী ঠিকানা- জুম সুয়োটার্স, ৭০ নং ইউনিট পাইটি, থানা- ডেমরা, জেলা- ঢাকা। এর বিরুদ্ধে এই মর্মে আবেদন করিতেছি যে, আমি পেশায় একজন গণমাধ্যম কর্মী। কর্মস্থল- দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় স্টাফ রিপোর্টার (ক্রাইম) ও পেশাগত সাংবাদিকদের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। জনাব গত ৭/সেপ্টেম্বর/২০২৫ ইং তারিখ সময় অনুমান সকাল ১০:৩০ ঘটিকার সময় আমি আমার অফিসিয়াল কাজ সহ বিভিন্ন উপাত্ত সংগ্রহের নিমিত্তে ঢাকার ডেমরা থানা এলাকায় যাই। বিভিন্ন ডকুমেন্টারি সংগ্রহ করে বর্তমান ঠিকানা মুগাদা আমার বাসায় চলে আসি।

বর্ণিত বিবাদী জুম সোয়োটার্সের মালিক মসজিদ তালুকদারের সহযোগী মো: আমিন খান গং গত ১৪/সেপ্টেম্বর/২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ১১:৩০ ঘটিকায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও আমার ব্যক্তিগত ফেসবুক আইডি (লিংhttps:/ /www.facebook.com61555501911764/posts/pfbid02Hg2nV3m5Hb5N5SXnTDCkcFStJ7BTUrEu3pmj2rmFP2R67iX8ymydMJ2tsedGe8dzl/?app=fbl) MD RASEL SARKAR কমেন্ট বক্সে (বিবাদী Amin khan facebook ID লিং https://www.facebook.com/amin.khan.306760) থেকে আমার সাংবাদিকতার পেশাকে উদ্দেশ্য করিয়া বিভিন্ন কটূক্তি এক পর্যায়ে উক্ত বিবাদীগন আমাকে জানে মেরে ফেলবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকী দেয়। আমি তৎক্ষণাৎ তাহার এমন আচরণে কোন কর্ণপাত করি নাই। বিবাদী মজিদ তালুকদার, মো: আমিন খান, মনিরুজ্জামান মনির, সোনিয়া তালুকদার, মাহফুজুর রহমান পিয়াল গং এর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা বা তাদের সঙ্গে আমারা পূর্বে কোন রূপ পরিচিত নেই। আমি বর্তমানে বিবাদীর এহেন আচরণে অত্যন্ত শংকিত জীবনযাপন করিতেছি।

উক্ত অভিযুক্ত জুম সোয়েটার্সের জি এম মনিরুজ্জামান মনির, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ডেমরা থানা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি বিগত সময়ে নানাভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং জুলাই পরবর্তীতে অদ্যবধি পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে পৃষ্টপোষকতা করে আসছেন। বর্তমানে মনিরুজ্জামান মনির, মসজিদ তালুকদার, মাহফুজুর রহমান পিয়াল ও সোনিয়া তালুকদার গং অর্থ দিয়ে ডেমরা যাত্রাবাড়ী সহ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের আয়োজন করে যাচ্ছে। অতএব, উপরোক্ত বিষয়টি আপনার কাছে লিখিত ভাবে অভিযোগ দাখিল করিতে মর্জি হয়। আমি তাদের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় একটি জিডি করি। ট্র্যাকিং নং: KLR8PD জিডি নং: ৯৮৩ তারিখ: ১৭/০৯/২০২৫ইং। এই বিষয়ে জাতীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এবং সাংবাদিকদের পেশাগত সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা ও ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো ধারাবাহিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্ত স্বাপেক্ষে দোষী ব্যক্তিদের কে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান। অতঃপর জনাব আমি তাদের বিরুদ্ধে আদালতে হাজির হয়ে একটি হত্যা মামলা দায়ের করার জন্য মামুন্য আদালতের বরাবর একটি আবেদন করেছি সেই মামলা আদালতে প্রক্রিয়াধীন।

জনাব উক্ত আমার ঢাকা মেট্রোপলিটন ডিএমপির মুগদা থানায় জিডির বয়স প্রায় ৯ দিন চলমান আছে। এসআই (নিরস্ত্র) মো: রাসেল মিয়া বিপি-৯৪২১২৩৮৫৮৭ এই জিডির তদন্তকারী অফিসার।

জনাব উক্ত অভিযুক্তরা বিবাদী মো: আমিন খান, জুম সোয়েটার্সের মালিক মজিদ অলুকদার, মনিরুজ্জামান মনির, মাহফুজুর রহমান পিয়াল, সোনিয়া তালুকদার গং ডেমরা থানা ৭০ নং ওয়ার্ড পাইটি ইউনিট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চনের ছত্রছায়ায় অবৈধভাবে সরকারি জামি দখল করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন ভাবে জীবননাশের হুমকি পাচ্ছি, বর্তমানে আমি অত্যান্ত হুমকির মুখে আছি। এমতাবস্থায়, আপনার নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয় গুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আকুল আবেদন করছি।

সংযুক্তিঃ
১. মুগদা থানার জিডি কপির ফটোকপি।
২. সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার বিভিন্ন ডকুমেন্টের ফটোকপি।
৩. তাদের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলার ফটোকপি।
৪. ডেমরা থানা পাইটি দেল্লা মৌজা জুম সোয়েটার্স কতৃক দখলকৃত সরকারি জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র ফটোকপি।
৫. বিভিন্ন জাতীয় পত্রিকা ও সাংবাদিক সংগঠন গুলোর প্রতিবাদ সহ তাদের বিষয়ে পত্রিকার কাটিং।

প্রতিলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হইলো:
১. ঢাকা মেট্রো পুলিশ কমিশনার, ডিএমপি হেডকোয়ার্টার্স।
২. উপ-পুলিশ কমিশনার, ক্রাইম, ওয়ারি জোন।
৩. অফিসার ইনচার্জ, মুগদা থানা।

বিনীত;
মো: রাসেল সরকার
সাংগঠনিক সম্পাদক
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি।
মোবাইল-+৮৮০১৯৭৬৯১৫৫২৪
ইমেইল-Sheikhmdraselbd@gmail.com

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 05:15:25 pm, Friday, 26 September 2025
40 Time View

Update Time : 05:15:25 pm, Friday, 26 September 2025

বরাবর,
মাননীয় পুলিশ কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-(ডিএমপি)
৩৬. শহিদ ক্যাপ্টেন মনসুর আলী স্বরণী,
রমনা, ঢাকা-১০০০
ফোন-৪৮৩১২৫৫৫, ফ্যাক্স-৪৮৩১৮২১০
E-mail: pc@dmp.gov.bd

বিষয়: পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে!

জনাব
আমি নিম্নস্বাক্ষরকারী মো: রাসেল সরকার (৩৯), পিতা: মৃত আ: রহীম সরকার, মাতা: আবেদা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং: ৩৩২৩০১৭৪২১৮৮৭, ঠিকানা (স্থায়ী ও বর্তমান)-৩৯/৩ মানিকনগর, থানা-মুগদা, ঢাকা, গ্রাম মানিকনগর ওয়াসা রোড পশ্চিম পার্শ্বের এলাকং, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং-৭ থাানা মুগদা, জেলা-ঢাকা, মোবাইল নং-০১৭২৬৯১৫৫২৪

বিবাদী মো: আমিন খান, জুম সোয়েটার্সের মালিক মজিদ অলুকদার, মনিরুজ্জামান মনির, মাহফুজুর রহমান পিয়াল, সোনিয়া তালুকদার গং অস্থায়ী ঠিকানা- জুম সুয়োটার্স, ৭০ নং ইউনিট পাইটি, থানা- ডেমরা, জেলা- ঢাকা। এর বিরুদ্ধে এই মর্মে আবেদন করিতেছি যে, আমি পেশায় একজন গণমাধ্যম কর্মী। কর্মস্থল- দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় স্টাফ রিপোর্টার (ক্রাইম) ও পেশাগত সাংবাদিকদের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। জনাব গত ৭/সেপ্টেম্বর/২০২৫ ইং তারিখ সময় অনুমান সকাল ১০:৩০ ঘটিকার সময় আমি আমার অফিসিয়াল কাজ সহ বিভিন্ন উপাত্ত সংগ্রহের নিমিত্তে ঢাকার ডেমরা থানা এলাকায় যাই। বিভিন্ন ডকুমেন্টারি সংগ্রহ করে বর্তমান ঠিকানা মুগাদা আমার বাসায় চলে আসি।

বর্ণিত বিবাদী জুম সোয়োটার্সের মালিক মসজিদ তালুকদারের সহযোগী মো: আমিন খান গং গত ১৪/সেপ্টেম্বর/২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ১১:৩০ ঘটিকায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও আমার ব্যক্তিগত ফেসবুক আইডি (লিংhttps:/ /www.facebook.com61555501911764/posts/pfbid02Hg2nV3m5Hb5N5SXnTDCkcFStJ7BTUrEu3pmj2rmFP2R67iX8ymydMJ2tsedGe8dzl/?app=fbl) MD RASEL SARKAR কমেন্ট বক্সে (বিবাদী Amin khan facebook ID লিং https://www.facebook.com/amin.khan.306760) থেকে আমার সাংবাদিকতার পেশাকে উদ্দেশ্য করিয়া বিভিন্ন কটূক্তি এক পর্যায়ে উক্ত বিবাদীগন আমাকে জানে মেরে ফেলবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকী দেয়। আমি তৎক্ষণাৎ তাহার এমন আচরণে কোন কর্ণপাত করি নাই। বিবাদী মজিদ তালুকদার, মো: আমিন খান, মনিরুজ্জামান মনির, সোনিয়া তালুকদার, মাহফুজুর রহমান পিয়াল গং এর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা বা তাদের সঙ্গে আমারা পূর্বে কোন রূপ পরিচিত নেই। আমি বর্তমানে বিবাদীর এহেন আচরণে অত্যন্ত শংকিত জীবনযাপন করিতেছি।

উক্ত অভিযুক্ত জুম সোয়েটার্সের জি এম মনিরুজ্জামান মনির, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ডেমরা থানা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি বিগত সময়ে নানাভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং জুলাই পরবর্তীতে অদ্যবধি পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে পৃষ্টপোষকতা করে আসছেন। বর্তমানে মনিরুজ্জামান মনির, মসজিদ তালুকদার, মাহফুজুর রহমান পিয়াল ও সোনিয়া তালুকদার গং অর্থ দিয়ে ডেমরা যাত্রাবাড়ী সহ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের আয়োজন করে যাচ্ছে। অতএব, উপরোক্ত বিষয়টি আপনার কাছে লিখিত ভাবে অভিযোগ দাখিল করিতে মর্জি হয়। আমি তাদের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় একটি জিডি করি। ট্র্যাকিং নং: KLR8PD জিডি নং: ৯৮৩ তারিখ: ১৭/০৯/২০২৫ইং। এই বিষয়ে জাতীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এবং সাংবাদিকদের পেশাগত সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা ও ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো ধারাবাহিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্ত স্বাপেক্ষে দোষী ব্যক্তিদের কে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান। অতঃপর জনাব আমি তাদের বিরুদ্ধে আদালতে হাজির হয়ে একটি হত্যা মামলা দায়ের করার জন্য মামুন্য আদালতের বরাবর একটি আবেদন করেছি সেই মামলা আদালতে প্রক্রিয়াধীন।

জনাব উক্ত আমার ঢাকা মেট্রোপলিটন ডিএমপির মুগদা থানায় জিডির বয়স প্রায় ৯ দিন চলমান আছে। এসআই (নিরস্ত্র) মো: রাসেল মিয়া বিপি-৯৪২১২৩৮৫৮৭ এই জিডির তদন্তকারী অফিসার।

জনাব উক্ত অভিযুক্তরা বিবাদী মো: আমিন খান, জুম সোয়েটার্সের মালিক মজিদ অলুকদার, মনিরুজ্জামান মনির, মাহফুজুর রহমান পিয়াল, সোনিয়া তালুকদার গং ডেমরা থানা ৭০ নং ওয়ার্ড পাইটি ইউনিট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চনের ছত্রছায়ায় অবৈধভাবে সরকারি জামি দখল করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন ভাবে জীবননাশের হুমকি পাচ্ছি, বর্তমানে আমি অত্যান্ত হুমকির মুখে আছি। এমতাবস্থায়, আপনার নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয় গুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আকুল আবেদন করছি।

সংযুক্তিঃ
১. মুগদা থানার জিডি কপির ফটোকপি।
২. সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার বিভিন্ন ডকুমেন্টের ফটোকপি।
৩. তাদের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলার ফটোকপি।
৪. ডেমরা থানা পাইটি দেল্লা মৌজা জুম সোয়েটার্স কতৃক দখলকৃত সরকারি জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র ফটোকপি।
৫. বিভিন্ন জাতীয় পত্রিকা ও সাংবাদিক সংগঠন গুলোর প্রতিবাদ সহ তাদের বিষয়ে পত্রিকার কাটিং।

প্রতিলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হইলো:
১. ঢাকা মেট্রো পুলিশ কমিশনার, ডিএমপি হেডকোয়ার্টার্স।
২. উপ-পুলিশ কমিশনার, ক্রাইম, ওয়ারি জোন।
৩. অফিসার ইনচার্জ, মুগদা থানা।

বিনীত;
মো: রাসেল সরকার
সাংগঠনিক সম্পাদক
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি।
মোবাইল-+৮৮০১৯৭৬৯১৫৫২৪
ইমেইল-Sheikhmdraselbd@gmail.com