কামদিয়া কাঁচের চড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন সাবেক ছাত্রনেতা জুয়েল

সাজাদুর রহমান সাজু- স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কামদিয়া ইউনিয়নের কাঁচের চড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক বিশিষ্ট ভেন্ডার ব্যবসায়ী সমাজসেবক মো. জুয়েল আহমেদ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শক মো. আবু হেনা মোস্তফা কামালের স্বাক্ষরিত ২১ জানুয়ারি ২০২৫ তারিখের অনুমোদনপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
এডহক কমিটির অন্যরা হলেন মো. সবুজ মিয়া (অভিভাবক সদস্য); মো. আমিনুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি) ও সদস্য সচিব অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। এ কমিটি আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করে বোর্ডের অনুমতি নেবে।
বিএনপি নেতা মো.জুয়েল আহমেদকে কামদিয়া ইউনিয়নের কাচের চড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির নোংরামি আহ্বায়ক জননেতা ফারুক আহম্মেদ,সদস্য সচিব রেজানুল হাবিব রফিক যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরীর ডিউক,পৌর যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন লিপন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সহকারী মহাসচিব ও গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সাজাদুর রহমান সাজু সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।