1:13 am, Wednesday, 5 November 2025

সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়া চিত্র দেখাচ্ছে, অপরাধীরা দিন দিন আরও বেপরো হয়ে উঠছে

দিগন্ত প্রতিদিন

whatsapp image 2025 09 16 at 50235 am 2509152312

 

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে দিন দুপুরেও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলছে। শুধু নির্জন এলাকায় নয়, এখন ব্যস্ত সড়ক ও থানার সামনের রাস্তায়ও সাধারণ মানুষ ছিন্তাইকারীদের খপ্পরে পড়ছেন। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়া চিত্র দেখাচ্ছে, অপরাধীরা দিন দিন আরও বেপরো হয়ে উঠছে।

খিলগাঁও তালতলা মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী মোঃ মিরাজ হোসেন জানান, গত সপ্তাহে তিনি ব্যবসার কাজে বের হয়ে চারজন ছিন্তাইকারীর শিকার হন। “আমার সঙ্গে সঙ্গে চারজন মানুষ এসে আমাকে একটি সাইডে নিয়ে যায়। আশেপাশে থাকা মানুষও সাহায্য করতে পারেনি।”

একইভাবে চাকুরিজীবী মাজিদুল ইসলাম চাঁদপুর থেকে ফেরার পথে যাত্রাবাড়ি থানার সামনে দিনে দুপুরে ছিন্তাইয়ের শিকার হন। “দুজন ছিন্তাইকারী দেশী অস্ত্রের মুখে আমার ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। থানায় অভিযোগ করেছি, কিন্তু দেখলাম এমন অনেক ভুক্তভোগী রয়েছেন।”

আগে রাতের আধারই ছিনতাইকারীদের জন্য সুবিধাজনক ছিল। কিন্তু এখন দিনের আলোতেও এই ঘটনা বেড়ে গেছে। মোহাম্মদপুরের সিসি ক্যামেরায় দেখা যায়, এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুইজন ছিনতাইকারী তার সবকিছু ছিনিয়ে নেন। ব্যস্ত সড়কেও লুটপাট চালানো হচ্ছে, যা নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

ডিএমপির টাস্ক ফোর্স জানায়, মোহাম্মদপুর, ধানমন্ডি, সদরঘাট, বেরিবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তান, রামপুরা, বাড্ডা, বিমানবন্দরসহ ফুটওভারব্রিজ ও আন্ডারপাসি এলাকায় সবচেয়ে বেশি ছিন্তাই ঘটে। শুধু গত ছয় মাসে ২৩১টি ছিন্তাইয়ের মামলা দায়ের হয়েছে, যদিও বাস্তব সংখ্যা আরও বেশি।

পুলিশ জানায়, ভৌগোলিক অবস্থান ও বিপুল জনসংখ্যার কারণে এই পরিসংখ্যান স্বাভাবিক। তারা নিয়মিত টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

রাজধানীবাসীর উদ্বেগ দিন দিন বাড়ছে, বিশেষ করে দিনের আলোতে এমন ঘটনা ঘটার কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 06:51:34 am, Tuesday, 16 September 2025
175 Time View

সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়া চিত্র দেখাচ্ছে, অপরাধীরা দিন দিন আরও বেপরো হয়ে উঠছে

Update Time : 06:51:34 am, Tuesday, 16 September 2025

 

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে দিন দুপুরেও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলছে। শুধু নির্জন এলাকায় নয়, এখন ব্যস্ত সড়ক ও থানার সামনের রাস্তায়ও সাধারণ মানুষ ছিন্তাইকারীদের খপ্পরে পড়ছেন। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়া চিত্র দেখাচ্ছে, অপরাধীরা দিন দিন আরও বেপরো হয়ে উঠছে।

খিলগাঁও তালতলা মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী মোঃ মিরাজ হোসেন জানান, গত সপ্তাহে তিনি ব্যবসার কাজে বের হয়ে চারজন ছিন্তাইকারীর শিকার হন। “আমার সঙ্গে সঙ্গে চারজন মানুষ এসে আমাকে একটি সাইডে নিয়ে যায়। আশেপাশে থাকা মানুষও সাহায্য করতে পারেনি।”

একইভাবে চাকুরিজীবী মাজিদুল ইসলাম চাঁদপুর থেকে ফেরার পথে যাত্রাবাড়ি থানার সামনে দিনে দুপুরে ছিন্তাইয়ের শিকার হন। “দুজন ছিন্তাইকারী দেশী অস্ত্রের মুখে আমার ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। থানায় অভিযোগ করেছি, কিন্তু দেখলাম এমন অনেক ভুক্তভোগী রয়েছেন।”

আগে রাতের আধারই ছিনতাইকারীদের জন্য সুবিধাজনক ছিল। কিন্তু এখন দিনের আলোতেও এই ঘটনা বেড়ে গেছে। মোহাম্মদপুরের সিসি ক্যামেরায় দেখা যায়, এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুইজন ছিনতাইকারী তার সবকিছু ছিনিয়ে নেন। ব্যস্ত সড়কেও লুটপাট চালানো হচ্ছে, যা নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

ডিএমপির টাস্ক ফোর্স জানায়, মোহাম্মদপুর, ধানমন্ডি, সদরঘাট, বেরিবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তান, রামপুরা, বাড্ডা, বিমানবন্দরসহ ফুটওভারব্রিজ ও আন্ডারপাসি এলাকায় সবচেয়ে বেশি ছিন্তাই ঘটে। শুধু গত ছয় মাসে ২৩১টি ছিন্তাইয়ের মামলা দায়ের হয়েছে, যদিও বাস্তব সংখ্যা আরও বেশি।

পুলিশ জানায়, ভৌগোলিক অবস্থান ও বিপুল জনসংখ্যার কারণে এই পরিসংখ্যান স্বাভাবিক। তারা নিয়মিত টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

রাজধানীবাসীর উদ্বেগ দিন দিন বাড়ছে, বিশেষ করে দিনের আলোতে এমন ঘটনা ঘটার কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।