3:58 pm, Tuesday, 9 September 2025

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ওসি থেকে এসআই হলেন মাসুদ

image 388571

 

নিজস্ব প্রতিবেদক:
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) থেকে উপ-পরিদর্শক (এসআই) পদে ডিমোশন করা হয়েছে। পুলিশ বিভাগের শাস্তিস্বরূপ তাকে ওই দণ্ড দেওয়া হয়েছে। পুলিশের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরই মধ্যে তাকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ জুলাই মাসুদ রানা ওসি (তদন্ত) হিসেবে আক্কেলপুর থানায় যোগ দেন। এরপর ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছিলেন।

শাস্তিমূলক এই সিদ্ধান্তকে পুলিশ বিভাগের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত থাকার সময় রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের হয় বিভাগীয় মামলা। তদন্ত শেষে পুলিশ সদর দপ্তর তাকে দোষী সাব্যস্ত করে এবং তিন বছরের জন্য পদাবনতির সিদ্ধান্ত দেয়।

২০২৩ সালের ২০ জুলাই মাসুদ রানা আক্কেলপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগ দেন। এরপর চলতি বছরের ৮ মার্চ তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দায়িত্ব নেন। কিন্তু শাস্তির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর তাকে ওসি পদ থেকে প্রত্যাহার করা হয় এবং বর্তমানে তিনি জয়পুরহাট জেলা পুলিশের ডিএসবিতে বদলি হয়েছেন।

বুধবার (২৫ জুন) আক্কেলপুর থানার সরকারি নম্বরে ফোন করলে রিসিভ করেন থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম। তিনি জানান, “ওসি সাহেব জয়পুরহাট ডিএসবিতে বদলি হয়েছেন এবং মঙ্গলবার তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। বর্তমানে আমি ওসির দায়িত্ব পালন করছি।”

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, “২০১৮ সালের রংপুরের একটি ঘটনার জেরে মাসুদ রানার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই মামলার ভিত্তিতে এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

পুলিশ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এলে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি বহুবার দেওয়া হয়েছে। মাসুদ রানার পদাবনতি তারই বাস্তব প্রমাণ। পুলিশ বিভাগ মনে করছে, এর ফলে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্নীতি রোধেও বার্তা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 05:48:50 am, Tuesday, 26 August 2025
129 Time View

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ওসি থেকে এসআই হলেন মাসুদ

Update Time : 05:48:50 am, Tuesday, 26 August 2025

 

নিজস্ব প্রতিবেদক:
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) থেকে উপ-পরিদর্শক (এসআই) পদে ডিমোশন করা হয়েছে। পুলিশ বিভাগের শাস্তিস্বরূপ তাকে ওই দণ্ড দেওয়া হয়েছে। পুলিশের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরই মধ্যে তাকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ জুলাই মাসুদ রানা ওসি (তদন্ত) হিসেবে আক্কেলপুর থানায় যোগ দেন। এরপর ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছিলেন।

শাস্তিমূলক এই সিদ্ধান্তকে পুলিশ বিভাগের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত থাকার সময় রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের হয় বিভাগীয় মামলা। তদন্ত শেষে পুলিশ সদর দপ্তর তাকে দোষী সাব্যস্ত করে এবং তিন বছরের জন্য পদাবনতির সিদ্ধান্ত দেয়।

২০২৩ সালের ২০ জুলাই মাসুদ রানা আক্কেলপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগ দেন। এরপর চলতি বছরের ৮ মার্চ তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দায়িত্ব নেন। কিন্তু শাস্তির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর তাকে ওসি পদ থেকে প্রত্যাহার করা হয় এবং বর্তমানে তিনি জয়পুরহাট জেলা পুলিশের ডিএসবিতে বদলি হয়েছেন।

বুধবার (২৫ জুন) আক্কেলপুর থানার সরকারি নম্বরে ফোন করলে রিসিভ করেন থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম। তিনি জানান, “ওসি সাহেব জয়পুরহাট ডিএসবিতে বদলি হয়েছেন এবং মঙ্গলবার তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। বর্তমানে আমি ওসির দায়িত্ব পালন করছি।”

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, “২০১৮ সালের রংপুরের একটি ঘটনার জেরে মাসুদ রানার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই মামলার ভিত্তিতে এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

পুলিশ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এলে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি বহুবার দেওয়া হয়েছে। মাসুদ রানার পদাবনতি তারই বাস্তব প্রমাণ। পুলিশ বিভাগ মনে করছে, এর ফলে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্নীতি রোধেও বার্তা যাবে।