মেট্রোরেলে কলেজ শিক্ষকের তৎপরতা: অপহরণকারীর হাত থেকে ২ শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দ্রুতগামী গণপরিবহন মেট্রোরেলে এক কলেজ শিক্ষকের বুদ্ধিমত্তায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে দুই শিশু। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টা নাগাদ এই অপহরণ চেষ্টার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে ঘটনার বিস্তারিত জানা গেছে।
বিকেল ৩টার দিকে উত্তরা অভিমুখী একটি ট্রেনে দুই শিশুকে নিয়ে এক ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। শিশু দুটি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তবে তাদের ঘুমের ধরন এবং লোকটির আচরণ দেখে সহযাত্রীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। বিশেষ করে ট্রেনের ভেতরে উচ্চ শব্দ এবং মানুষের আনাগোনার মধ্যেও শিশু দুটির অস্বাভাবিক ঘুম সবার নজর কাড়ে।
একই কামরায় ভ্রমণ করছিলেন একজন কলেজ শিক্ষক। তিনি দীর্ঘক্ষণ লোকটির গতিবিধি পর্যবেক্ষণ করেন। শিশুদের ঘুমন্ত অবস্থার অস্বাভাবিকতা দেখে তিনি লোকটিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। লোকটির কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়লে ওই শিক্ষক তৎক্ষণাৎ ট্রেনের ভেতরে থাকা নিরাপত্তা কর্মীদের খবর দেন এবং অন্যান্য যাত্রীদের সহায়তায় লোকটিকে আটকে ফেলেন।
পরবর্তীতে ট্রেনটি স্টেশনে থামলে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লোকটিকে আটক করে এবং শিশু দুটিকে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, শিশুদের কোনো চেতনানাশক ওষুধ খাইয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটককৃত ব্যক্তিকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের এমন সচেতনতা এবং দ্রুত পদক্ষেপের কারণেই একটি বড় অপরাধ ঠেকানো সম্ভব হয়েছে।














