নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক ওরফে সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার রাত ৮ টায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত অন্য দুজন সাকিবের সহযোগী বলে জানা গেছে।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাকিবের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ আসছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ রাতে অভিযান চালিয়ে সাকিব ও তার দুই সহযোগীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এনামুল হক সাকিব আগে থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শৃঙ্খলা ভঙ্গকারী হিসেবে চিহ্নিত ছিলেন। গত ৭ মে ২০২৫ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো ছিল, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতায় লিপ্ত হওয়া, মামলা-বাণিজ্য (মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়)। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপ।
সাকিবের আটকের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ক্ষুণ্ন করে এমন কোনো অপরাধীর দায়িত্ব সংগঠন নেবে না। এনামুল হক সাকিবকে আগেই বহিষ্কার করা হয়েছিল, তাই তার বর্তমান কোনো অপকর্মের দায়ভার সংগঠনের নয়। তারা এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন