
মোঃ জাহিদ হাসান:
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন এলাকায় সংঘটিত একটি ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার এবং লুণ্ঠিত বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক (ক্রেস্ট) গ্রহণ করেছেন এসআই (নিঃ) আবুল কালাম আজাদ।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভার সভাপতি মুন্সিগঞ্জ জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয় আনুষ্ঠানিকভাবে এসআই (নিঃ) আবুল কালাম আজাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জানা যায়, ডিসেম্বর/২৫ মাসে গজারিয়া থানাধীন এলাকায় সংঘটিত একটি ক্লু-লেস ডাকাতি মামলায় পেশাদার ও সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুণ্ঠন করে। মামলার তদন্তভার গ্রহণের পর এসআই আবুল কালাম আজাদ দক্ষতা, পেশাদারিত্ব ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যেই মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হন। অভিযানে ৯৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধারসহ জড়িত ডাকাতদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ গুরুত্বপূর্ণ সাফল্যে অবদান রাখায় পদ্মা সেতু উত্তর ডিবির চৌকস টিমকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মুন্সিগঞ্জ জনাব মোঃ ফিরোজ কবির। এছাড়া অভিযানে সার্বিক দিকনির্দেশনা, সাহসিকতা ও সহযোগিতা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মহোদয় এবং জেলা গোয়েন্দা শাখা মুন্সিগঞ্জের পুলিশ পরিদর্শক জনাব মোঃ মহিদুল ইসলাম।
পুলিশ প্রশাসনের এমন স্বীকৃতি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন