1:30 pm, Thursday, 15 January 2026

বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করেছে র‌্যাব-১০

দিগন্ত প্রতিদিন

1767790957542

 

নিজস্ব প্রতিবেদক-মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আজ বুধবার (০৭ জানুয়ারি) রাত আনুমানিক ০১:৩৫ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় এবং নাশকতা প্রতিরোধে র‌্যাব-১০ এর একটি চৌকস দল নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২ (শ্রীনগর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল শ্রীনগর থানাধীন রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর ফ্যান ফ্যাক্টরির পূর্ব পাশে একটি পরিত্যক্ত জমিতে অভিযান চালায়।

অভিযানকালে ওই জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, ৩ বোতল ফেনসিডিল এবং ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরণের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমনে র‌্যাবের এ ধরণের পেশাদার ও গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 01:09:23 pm, Wednesday, 7 January 2026
112 Time View

বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করেছে র‌্যাব-১০

Update Time : 01:09:23 pm, Wednesday, 7 January 2026

 

নিজস্ব প্রতিবেদক-মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আজ বুধবার (০৭ জানুয়ারি) রাত আনুমানিক ০১:৩৫ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় এবং নাশকতা প্রতিরোধে র‌্যাব-১০ এর একটি চৌকস দল নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২ (শ্রীনগর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল শ্রীনগর থানাধীন রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর ফ্যান ফ্যাক্টরির পূর্ব পাশে একটি পরিত্যক্ত জমিতে অভিযান চালায়।

অভিযানকালে ওই জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, ৩ বোতল ফেনসিডিল এবং ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরণের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমনে র‌্যাবের এ ধরণের পেশাদার ও গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।