কমলগঞ্জে সাংবাদিক পরিচয়ে প্রতারণা: সেই ভুয়া সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ:
মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিক পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে মো. মোস্তফা কামাল নামে এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে।
শনিবার (০৫ ডিসেম্বর, ২০২৬) সকালে কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কামাল পরিষদে গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেন এবং পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের (ভিজিট) আগ্রহ প্রকাশ করেন। তার কথা বলার ধরণ ও আচরণে সন্দেহ হলে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার তাকে চ্যালেঞ্জ করেন।
এ সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র ময়মনসিংহ বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দাবি করেন। তল্লাশিকালে তার কাছে ‘প্রথম বুলেটিন টেলিভিশন’-এর বুম, জাতীয় সাংবাদিক সংস্থার আইডি কার্ড ‘প্রথম বুলেটিন’ পত্রিকাসহ শতাধিক ভুয়া সংবাদপত্রের পরিচয়পত্র (আইডি কার্ড) পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। বর্তমানে ওই ভুয়া সাংবাদিক ইউনিয়ন পরিষদে আটক রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।














