শাওন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খান স্মার্ট বাজার কিশোর সংঘ

লৌহজং প্রতিনিধি :
লৌহজং উপজেলার কুমারভোগে অনুষ্ঠিত হয়েছে শাওন স্মৃতি ১ম বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-২৬। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় খান স্মার্ট বাজার কিশোর সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় কুমারভোগ আইডিয়াল ভয়েস ক্লাব।
রবিবার রাতে কুমারভোগ পুনর্বাসন এলাকা (RS-3)-এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। দর্শকদের করতালিতে মুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন স্থানীয় ক্রীড়ানুরাগীরা।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে ১ম স্থান অর্জন করেন আসাদুজ্জামান সাইফী ঢালী এবং ২য় স্থান অর্জন করেন শেখ মোহাম্মদ রনি। দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন শফিক খান।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন আলতাফমস শেখ, আসলাম ঢালী, সেকান্দার খান বাবু, সালাম ঢালী, মুজিবর রহমান খান লাভলু, জিন্না খান, হুমায়ুন কবীর ভুলু, আরিফ ঢালী, ডিনার মেম্বার, আশফাক কল্লোল, তানজিল খান, বাবু বেপারী, তানভীর খান, রোমান খান, মিলন ঢালী, রাহিমুল ইসলাম রাজীব, শফিক খান, সোহেল আরমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, কুমারভোগ ৪ নম্বর ওয়ার্ডের তরুণ ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।


















