11:45 am, Thursday, 15 January 2026

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ: ফায়ার সার্ভিসের অভিযানে বাসচালক উদ্ধার

দিগন্ত প্রতিদিন

Screenshot 20260102 065220

 

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ছনবাড়ী ব্রিজে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি বাসের চালক দীর্ঘ সময় গাড়ির ভেতরে আটকে ছিলেন, যাকে পরবর্তীতে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মাওয়ামুখী একটি দ্রুতগামী বাস তার সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে অপর একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। তবে প্রথম ধাক্কা খাওয়া ট্রাকটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করে।

সংঘর্ষের ফলে বাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে মারাত্মকভাবে আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ সময় প্রাণপণ চেষ্টা চালিয়ে তারা বাসের বিভিন্ন অংশ কেটে চালককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস এবং পেছনের ট্রাকটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

শীতকালীন এই সময়ে কুয়াশাচ্ছন্ন রাস্তায় সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। ট্রাফিক সংক্রান্ত আরও নির্দেশনার জন্য আপনি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট অনুসরণ করতে পারেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 01:00:36 am, Friday, 2 January 2026
63 Time View

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ: ফায়ার সার্ভিসের অভিযানে বাসচালক উদ্ধার

Update Time : 01:00:36 am, Friday, 2 January 2026

 

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ছনবাড়ী ব্রিজে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি বাসের চালক দীর্ঘ সময় গাড়ির ভেতরে আটকে ছিলেন, যাকে পরবর্তীতে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মাওয়ামুখী একটি দ্রুতগামী বাস তার সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে অপর একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। তবে প্রথম ধাক্কা খাওয়া ট্রাকটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করে।

সংঘর্ষের ফলে বাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে মারাত্মকভাবে আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ সময় প্রাণপণ চেষ্টা চালিয়ে তারা বাসের বিভিন্ন অংশ কেটে চালককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস এবং পেছনের ট্রাকটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

শীতকালীন এই সময়ে কুয়াশাচ্ছন্ন রাস্তায় সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। ট্রাফিক সংক্রান্ত আরও নির্দেশনার জন্য আপনি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট অনুসরণ করতে পারেন।