মুগদায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, অংশ নিলেন; হাবিবুর রশিদ হাবিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মুগদা আইডিয়াল স্কুল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এই জনগুরুত্বপূর্ণ সড়কটির মেরামত কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে আজ ২৯ ডিসেম্বর, ২০২৫ সকালে মুগদা বিশ্বরোড এলাকায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব।
এছাড়াও তার সাথে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্যে হাবিবুর রশিদ হাবিব বলেন, “মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানের সামনের সড়ক এভাবে পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। রাস্তার বেহাল দশার কারণে রোগী, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। জনস্বার্থ রক্ষায় এই সড়ক সংস্কারের কাজ কোনো প্রকার টালবাহানা ছাড়াই দ্রুত শেষ করতে হবে।”
তিনি আরও সতর্ক করে বলেন, অবিলম্বে সড়ক মেরামতের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে, দীর্ঘ প্রতীক্ষার পরও সড়কের কাজ শেষ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলজট তৈরি হয় এবং প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এই নাগরিক ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও সড়কের জরাজীর্ণ অবস্থার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়।


















