4:58 pm, Thursday, 15 January 2026

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

দিগন্ত প্রতিদিন

1766852971515

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসার এবং সাংবাদিকদের অধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা’র জাতীয় প্রতিনিধি সমাবেশ।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় অবস্থিত আকরাম খাঁ হলে এই বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারা দেশ থেকে আসা কয়েকশ সংবাদকর্মীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে প্রেসক্লাব প্রাঙ্গণ। সমাবেশে সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, পেশাগত সুরক্ষা এবং তৃণমূল সাংবাদিকদের জীবনমান উন্নয়নের বিষয়গুলো প্রধান্য পায়।

সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু বর্তমান সময়ে নানা প্রতিকূলতার কারণে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে মফস্বল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও বেতন-ভাতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “এই প্রতিনিধি সমাবেশ কেবল একটি মিলনমেলা নয়, বরং এটি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার একটি প্ল্যাটফর্ম। আমরা চাই দেশে একটি সুস্থ ও সৃজনশীল সাংবাদিকতার পরিবেশ বজায় থাকুক, যেখানে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হবে।”

সমাবেশে প্রতিনিধিদের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়:
১. সাংবাদিকদের জন্য বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা।
২. মফস্বল সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ ও নিয়মিতকরণ।
৩. পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ও মামলার শিকার সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান।

সকাল ১০টায় শুরু হওয়া এই সমাবেশ চলে দুপুর পর্যন্ত। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার সাংবাদিকতার চিত্র তুলে ধরেন। পরিশেষে, একটি শক্তিশালী ও নিরপেক্ষ গণমাধ্যম গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা আগামী দিনে সাংবাদিকদের অধিকার আদায়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মমিনুর রশিদ শাইন-এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান শাহীন, সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

বিশেষ অতিথিবৃন্দ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কেএম মহসিন,, সহ-সভাপতি, বিএফইউজে, মোঃ বাছির জামাল, সহকারী মহাসচিব, বিএফইউজে, মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, মোঃ খুরশীদ আলম, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল, মু. কাজী মাহমুদুল হাসান, মোঃ রেজাউল করীম নাসির তালুকদার, মোঃ গোলাম সারোয়ার, মোঃ কামাল হোসেন আজাদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনজুর উল হাসান, মোঃ ইমাম হোসেন, খ. ম একরামুল হক; যুগ্ম-মহাসচিব মোঃ আরাফাতুর রহমান আপেল, মোঃ আজিবুল হক পার্থ, মোঃ সালাহউদ্দিন; সহকারী মহাসচিব মোঃ আবুল হোসেন শাহ; সাংগঠনিক সচিব মোঃ আবেদ আলী, মোঃ রিয়াজুল ইসলাম বাচ্চু, মোঃ মোকলেছুর রহমান; দপ্তর সচিব মোঃ শিপন আলী, প্রশিক্ষণ সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম, নৈতিক সাংবাদিকতা এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় পর্যায়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখে পেশার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

প্রধান অতিথি ওবায়দুর রহমান শাহীন বলেন, “বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা আরও এগিয়ে যাবে। সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন এবং পেশার টিকে থাকার জন্য সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। মফস্বল সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা জরুরি।”

প্রধান বক্তা কাদের গনি চৌধুরী বলেন, “সাগর-রুনি হত্যার বিচার এখনো আলোর মুখ দেখেনি। সাংবাদিকতা কোনো দল বা গোষ্ঠীর নয়। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যম নতুন করে ফিরে আসছে—সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। ভয়কে জয় করাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। ওয়েজবোর্ড ছাড়া মিডিয়া মিডিয়া চালাতে পারবে না এ বিষয়ে আন্দোলন করতে হবে। গণমাধ্যম রাষ্ট্রের পাহাড়াদার, রাস্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ঠিক থাকলে রাস্ট্রের পচন থামিয়ে দেয়া যায়।

সমাবেশে প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ ( পিআইবি’র) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সঠিক সাংবাদিকতা সময়ের দাবী, রাষ্টের চতুর্থস্তম্ভকে পুষ্টিহীন রাখা যাবে না, সারাদেশে ইলেকশন সাংবাদিকতা প্রশিক্ষন এর ব্যাবস্থা করা হচ্ছে প্রকৃত সাংবাদিকরা প্রশিক্ষণ পাবে।
সাংবাদিকেরা সমাজের আয়না সমাজের নেতা। অন্যান্য বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার উন্নয়নে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 04:40:49 pm, Saturday, 27 December 2025
168 Time View

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

Update Time : 04:40:49 pm, Saturday, 27 December 2025

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসার এবং সাংবাদিকদের অধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা’র জাতীয় প্রতিনিধি সমাবেশ।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় অবস্থিত আকরাম খাঁ হলে এই বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারা দেশ থেকে আসা কয়েকশ সংবাদকর্মীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে প্রেসক্লাব প্রাঙ্গণ। সমাবেশে সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, পেশাগত সুরক্ষা এবং তৃণমূল সাংবাদিকদের জীবনমান উন্নয়নের বিষয়গুলো প্রধান্য পায়।

সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু বর্তমান সময়ে নানা প্রতিকূলতার কারণে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে মফস্বল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও বেতন-ভাতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “এই প্রতিনিধি সমাবেশ কেবল একটি মিলনমেলা নয়, বরং এটি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার একটি প্ল্যাটফর্ম। আমরা চাই দেশে একটি সুস্থ ও সৃজনশীল সাংবাদিকতার পরিবেশ বজায় থাকুক, যেখানে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হবে।”

সমাবেশে প্রতিনিধিদের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়:
১. সাংবাদিকদের জন্য বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা।
২. মফস্বল সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ ও নিয়মিতকরণ।
৩. পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ও মামলার শিকার সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান।

সকাল ১০টায় শুরু হওয়া এই সমাবেশ চলে দুপুর পর্যন্ত। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার সাংবাদিকতার চিত্র তুলে ধরেন। পরিশেষে, একটি শক্তিশালী ও নিরপেক্ষ গণমাধ্যম গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা আগামী দিনে সাংবাদিকদের অধিকার আদায়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মমিনুর রশিদ শাইন-এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান শাহীন, সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

বিশেষ অতিথিবৃন্দ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কেএম মহসিন,, সহ-সভাপতি, বিএফইউজে, মোঃ বাছির জামাল, সহকারী মহাসচিব, বিএফইউজে, মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, মোঃ খুরশীদ আলম, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল, মু. কাজী মাহমুদুল হাসান, মোঃ রেজাউল করীম নাসির তালুকদার, মোঃ গোলাম সারোয়ার, মোঃ কামাল হোসেন আজাদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনজুর উল হাসান, মোঃ ইমাম হোসেন, খ. ম একরামুল হক; যুগ্ম-মহাসচিব মোঃ আরাফাতুর রহমান আপেল, মোঃ আজিবুল হক পার্থ, মোঃ সালাহউদ্দিন; সহকারী মহাসচিব মোঃ আবুল হোসেন শাহ; সাংগঠনিক সচিব মোঃ আবেদ আলী, মোঃ রিয়াজুল ইসলাম বাচ্চু, মোঃ মোকলেছুর রহমান; দপ্তর সচিব মোঃ শিপন আলী, প্রশিক্ষণ সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম, নৈতিক সাংবাদিকতা এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় পর্যায়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখে পেশার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

প্রধান অতিথি ওবায়দুর রহমান শাহীন বলেন, “বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা আরও এগিয়ে যাবে। সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন এবং পেশার টিকে থাকার জন্য সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। মফস্বল সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা জরুরি।”

প্রধান বক্তা কাদের গনি চৌধুরী বলেন, “সাগর-রুনি হত্যার বিচার এখনো আলোর মুখ দেখেনি। সাংবাদিকতা কোনো দল বা গোষ্ঠীর নয়। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যম নতুন করে ফিরে আসছে—সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। ভয়কে জয় করাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। ওয়েজবোর্ড ছাড়া মিডিয়া মিডিয়া চালাতে পারবে না এ বিষয়ে আন্দোলন করতে হবে। গণমাধ্যম রাষ্ট্রের পাহাড়াদার, রাস্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ঠিক থাকলে রাস্ট্রের পচন থামিয়ে দেয়া যায়।

সমাবেশে প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ ( পিআইবি’র) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সঠিক সাংবাদিকতা সময়ের দাবী, রাষ্টের চতুর্থস্তম্ভকে পুষ্টিহীন রাখা যাবে না, সারাদেশে ইলেকশন সাংবাদিকতা প্রশিক্ষন এর ব্যাবস্থা করা হচ্ছে প্রকৃত সাংবাদিকরা প্রশিক্ষণ পাবে।
সাংবাদিকেরা সমাজের আয়না সমাজের নেতা। অন্যান্য বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার উন্নয়নে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের আহ্বান জানান।