সংবাদপত্রের অফিসে হামলা ও ডিআরইউ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

দেলোয়ার হোসেন বাদল:
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও অফিস কর্মকর্তা সোলাইমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজ বুধবার (২৪ ডিসেম্বর) এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাজ এই প্রতিবাদ সভার আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, স্বাধীন সংবাদপত্রের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা মাত্র। বিশেষ করে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের মতো দায়িত্বশীল সংবাদমাধ্যমের ওপর আক্রমণ এবং ডিআরইউর সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নেবে না।
বক্তারা আরও অভিযোগ করেন যে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা মুক্ত সাংবাদিকতার অন্তরায়। সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মাইনুল হাসান সোহেল ও সোলাইমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই হয়রানিমূলক ব্যবস্থা বন্ধ না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন।


















