নিজস্ব প্রতিবেদক, লৌহজং:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদ বেপারী ওরফে মাসুদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সহিংসতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে লৌহজং থানা পুলিশের একটি দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাসুদ মেম্বারের বিরুদ্ধে এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ এবং জুয়ার বোর্ড পরিচালনার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। বিশেষ করে কনকসার বটতলা এলাকায় তার প্রত্যক্ষ ছত্রছায়ায় মাদকের সম্রাজ্য গড়ে উঠেছিল বলে এলাকাবাসীর দাবি। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
নানা অপকর্মের পাশাপাশি তার বিরুদ্ধে চারিত্রিক স্খলনেরও গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি এক নারীকে গর্ভবতী করে এলাকা থেকে বিতাড়িত করার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
লৌহজং থানা পুলিশ জানায়, জুলাই বিপ্লব বিরোধী মামলায় নাম আসায় তাকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, জুয়া এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন