শাহীন মন্ডল-বিশেষ সংবাদদাতা:
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
আজ রবিবার দুপুর ১২টায় দলীয় নেতাকর্মীদের এক বিশাল বহর নিয়ে তিনি দৌলতপুর উপজেলা চত্বরে উপস্থিত হন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের কাছ থেকে ‘৭৫ কুষ্টিয়া-১’ আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
দৌলতপুরের রাজনৈতিক অঙ্গনে ‘গণমানুষের নেতা’ হিসেবে পরিচিত রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে অত্র এলাকার জাতীয়তাবাদী শক্তির প্রধান অভিভাবক হিসেবে গণ্য করা হয়। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের লড়াকু সৈনিক এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে সাধারণ মানুষের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান লস্কর।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক রাশেদুল হক শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত সংবাদকর্মী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, "আজকের এই লড়াই কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশের লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের হৃত ভোটাধিকার এবং নাগরিক অধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং ইনশাআল্লাহ জনগণের রায় নিয়ে আমরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র নসাৎ করে দেব।"
বাচ্চু মোল্লার মনোনয়নপত্র উত্তোলনের খবর ছড়িয়ে পড়লে দৌলতপুর উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটারদের মতে, যোগ্য ও ত্যাগী নেতা হিসেবে রেজা আহমেদ বাচ্চু মোল্লাই এই আসনে ধানের শীষের বিজয়ের প্রধান কারিগর।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন