লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি নিয়মিত ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের পথে রওনা হন।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. জুবাইদা রহমান মূলত তারেক রহমানের বাংলাদেশে ফেরার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতেই পুনরায় লন্ডন গিয়েছেন। ধারণা করা হচ্ছে, আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে তারেক রহমান সপরিবারে দেশে ফিরতে পারেন। সেই লক্ষ্যেই ডা. জুবাইদা রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে, গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন ডা. জুবাইদা রহমান। দেশে অবস্থানকালে তিনি তার অসুস্থ শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়গুলো তদারকি করেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে প্রবাস জীবন কাটানোর পর ২০২৫ সালের মে মাসে প্রথমবার বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরেছিলেন ডা. জুবাইদা রহমান। এরপর থেকে তিনি নিয়মিতভাবে ঢাকা ও লন্ডনের মধ্যে যাতায়াত করছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।






















