নিজস্ব প্রতিবেদক- ঢাকা:
ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের জনপ্রিয় প্রার্থী, জাতীয়তাবাদী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর হাবিবুর রশিদ হাবিব মুগদা মানিকনগর তৃণমূল নেতাকর্মী ও ক্রীড়াবিদদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মুগদা থানা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য গেন্দু মিয়ার কন্যার বিবাহ অনুষ্ঠানে যোগদান করেন হাবিবুর রশিদ হাবিব।
অনুষ্ঠান শেষে তিনি মানিকনগর ক্রীড়া সংসদে যান এবং সেখানে উপস্থিত খেলোয়াড় ও স্থানীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে হাবিবুর রশিদ হাবিব বলেন, "শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তৃণমূলের নেতাকর্মীরাই আমাদের মূল চালিকাশক্তি। সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।" তিনি আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার গুরুত্ব অপরিসীম, তাই যুবসমাজকে মাঠমুখী করতে আমাদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
এ সময় তিনি মুগদা ও মানিকনগর এলাকার শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুগদা থানা বিএনপি ও শ্রমিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
মানিকনগর ক্রীড়া সংসদের খেলোয়াড়বৃন্দ এবং ঢাকা-৯ আসনের বিভিন্ন স্তরের জাতীয়তাবাদী কর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় নেতার উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন