নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ১২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নবগঠিত এ কমিটিতে দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হয়েছেন।
উক্ত কমিটিতে এ ডি এম বাকির জুয়েল সভাপতি, মো. হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মানিক মিয়া, সহ-সভাপতি হিসেবে রাসেল আজাদ, খোরশেদ আলম, রাজু আহমেদ, বাবু ভূইয়া প্রমূখ।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে জাহিদ হাসান সৈকত দায়িত্ব পেয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, নতুন কমিটির প্রধান লক্ষ্য হচ্ছে ছাত্র অধিকার প্রতিষ্ঠা, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখা, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার অবস্থান গ্রহণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণ।
নেতৃবৃন্দ জানান, নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও মানবিক মূল্যবোধ উন্নয়নে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে সচেতনতামূলক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
নতুন এই কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জের ছাত্রসমাজ একটি সুসংগঠিত, কার্যকর ও ইতিবাচক প্ল্যাটফর্ম পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন