ক্রাইম রিপোর্টার:
কোনো মেগা-বাজেট হলিউড অ্যাকশন সিনেমার দৃশ্য নয়, বরং বাস্তবেই এক রুদ্ধশ্বাস অভিযানের সাক্ষী হলো রাজধানীর যাত্রাবাড়ী থানা।
গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে থানার চারতলার ছাদে এক তরুণীর আত্মহত্যার প্রচেষ্টাকে কেন্দ্র করে তৈরি হয় এক চরম নাটকীয় পরিস্থিতি। তবে শেষ পর্যন্ত যাত্রাবাড়ী থানা পুলিশের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় সিনেমার হিরোর মতোই জয় হলো জীবনের।
বিকেল তখন গড়িয়েছে। হঠাৎ লক্ষ্য করা যায়, থানার ছাদের একদম শেষ সীমানায় দাঁড়িয়ে আছেন এক তরুণী। নিচ থেকে দেখা যাচ্ছিল তার টলমলে পা আর ঝাপ দেওয়ার আকুতি। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারতো এক ভয়াবহ ট্র্যাজেডি। মুহূর্তের মধ্যেই এলাকা থমথমে হয়ে যায়, নিচে জড়ো হয় উৎসুক জনতা।
হলিউড সিনেমার দক্ষ স্পেশাল ফোর্সের মতো পরিকল্পনা সাজায় যাত্রাবাড়ী থানা পুলিশ। সরাসরি তাকে ধরতে গেলে বিপত্তি ঘটতে পারে ভেবে পুলিশ সদস্যরা গ্রহণ করেন ‘মনস্তাত্ত্বিক কৌশল’। একদিকে কয়েকজন পুলিশ সদস্য নিচ থেকে মেয়েটির সাথে কথা বলে তার মনোযোগ বিচ্যুত করার চেষ্টা করেন, ঠিক যেমনটি আমরা স্নাইপার বা নেগোসিয়েশন মুভিগুলোতে দেখি।
যখন সবার হৃৎপিণ্ড গলায় এসে ঠেকেছে, ঠিক সেই মুহূর্তে এক পুলিশ সদস্য দেখালেন তাদের আসল কারিশমা। তরুণীর মনোযোগ যখন অন্যদিকে, তখন অলক্ষ্যে বিদ্যুৎগতিতে একজন পুলিশ সদস্য তাকে ধরে ফেলেন। কোনো সু্যোগ না দিয়েই সিনেমার হিরোর মতো দ্রুততার সাথে তাকে জাপটে ধরে ছাদের কিনারা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়। মাত্র কয়েক সেকেন্ডের এই অপারেশন ছিল নিখুঁত এবং সাহসিকতায় ভরপুর।
এই উদ্ধার অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের চোখে-মুখে ছিল দীর্ঘ পরিশ্রমের ক্লান্তি, কিন্তু একটি প্রাণ বাঁচাতে পারার তৃপ্তি ছিল তার চেয়েও বেশি। উদ্ধারের পর তরুণীকে মানসিক সমর্থন ও প্রাথমিক সেবা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশংসায় ভাসছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
নেটিজেনরা বলছেন, "রিল লাইফের হিরোদের চেয়ে আমাদের রিয়েল লাইফ পুলিশ হিরোরা কোনো অংশে কম নয়।" যাত্রাবাড়ী থানা পুলিশের এই পেশাদারিত্ব ও বীরত্বপূর্ণ কাজ আবারও প্রমাণ করল—আইন রক্ষার পাশাপাশি মানুষের জীবন বাঁচাতে তারা সর্বদা প্রস্তুত।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন