নিজস্ব প্রতিবেদক, লৌহজং:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মেদেনীমণ্ডল ইউনিয়নের কাজির পাগলা এলাকার সীতারামপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম সরদার ওরফে মো. বাবু (৩০)। তিনি দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামের মো. সলিম সরদারের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে দেশব্যাপী বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে কাজির পাগলা এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় বাবুর কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার ব্যবহৃত ইজিবাইক ও মোবাইল ফোনটি জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্র আরও জানায়, গোয়ালিমান্দ্রা এলাকাসহ আশপাশের ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে বর্তমানে টহল ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। মাদক, অস্ত্র ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখন থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটক সেলিম সরদার বাবুকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে অভিযান পরিচালনাকারী সূত্রটি।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন