মোঃ ইব্রাহিম হোসেনঃ
মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী সফল আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক ও কর্মীবান্ধব জননেতা, শুক্কুর কোম্পানীর মালিক জনাব শুক্কুর মাহমুদ।
সোমবার (১৫ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
জনাব শুক্কুর মাহমুদ বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য গৌরবময় একটি দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা।
এই দিনটি জাতির জন্য মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধে দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালের এই দিনে দেশ শত্রুমুক্ত হয়। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে উদিত হয় স্বাধীনতার সূর্য। যারা নিজেদের বর্তমানকে বিসর্জন দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করেছেন, সেই সব নাম না জানা শহীদ ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
শুক্কুর মাহমুদ আরও বলেন, রক্তস্রোত পেরিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা গত শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন। চিরায়ত গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই মুক্তিযুদ্ধ হয়েছিল। সে লক্ষ্য অর্জনে বিএনপি আজও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি দাবি করেন, বারবার গণবিরোধী কর্তৃত্ববাদী শক্তি দেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা করেছে এবং বহুমাত্রিক গণতন্ত্রকে সমাধিস্থ করতে চেয়েছে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করা হয়েছিল। একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও একের পর এক মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
জনাব শুক্কুর মাহমুদ বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে। এখন গণতন্ত্রের ধারাবাহিক চর্চা ও সার্বিক বিকাশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
বিজয় দিবসের এই দিনে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির এই নেতা।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন