মোঃ জাহিদ হাসান, সিরাজদিখান (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাধানগর ইউনিয়নের মধুপুর গ্রামে শিয়ালের ধারাবাহিক হামলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল দিনের বেলায় হঠাৎ শিয়ালের আক্রমণে দুইজন মানুষ গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি চারটি গরু এবং প্রায় ১০টি ভেড়া ও ছাগলসহ একাধিক গবাদিপশুও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে গ্রামের একজন ব্যক্তি ঘাস কাটতে গেলে হঠাৎ একদল শিয়াল তাকে আক্রমণ করে মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। একইদিনে অপর এক নারী খেতে কাজ করতে গেলে তাকেও শিয়াল আক্রমণ করে গুরুতরভাবে আহত করে।
এর কিছু সময় পর, শিয়ালের একটি দল গ্রামের চারটি গোয়ালঘরে প্রবেশ করে একের পর এক গবাদিপশুর ওপর হামলা চালায়। অধিকাংশ ক্ষেত্রেই গবাদিপশুর মুখমণ্ডলে কামড়ানোর চিহ্ন পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, শিয়ালের এমন অস্বাভাবিক ও হিংস্র আচরণে তারা দীর্ঘ সময় ধরে আতঙ্কের মধ্যে রয়েছে। সাধারণত শিয়াল মানুষকে ভয় পেলেও, খাদ্যের অভাব বা জলাতঙ্ক রোগের কারণে তারা লোকালয়ে হানা দিতে পারে। অবশেষে, এলাকাবাসী একত্রিত হয়ে একটি শিয়ালকে ধরে হত্যা করে।
তবে ঘটনার পর এখনো পর্যন্ত বন বিভাগ বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকায় কোনো সহায়তা বা পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
শিয়ালের কামড়ে আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জলাতঙ্ক একটি মারাত্মক রোগ, যা শিয়াল, কুকুর বা বিড়ালের কামড় থেকে ছড়াতে পারে। আক্রান্ত স্থানে অবিলম্বে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলা এবং দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন) গ্রহণ করা অপরিহার্য।
এলাকাবাসী দ্রুত সরকারি ও চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বনভূমি কমে যাওয়া এবং খাদ্যসংকট শিয়ালের লোকালয়ে আসার অন্যতম কারণ হতে পারে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন