ফতুল্লায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিজয় র্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফতুল্লা থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতার গৌরবময় ইতিহাস স্মরণ, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও জাতীয় চেতনাকে জাগ্রত করাই ছিল এ র্যালীর মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফতুল্লা থানা শাখার সংগ্রামী সভাপতি সাইদুল ইসলাম সিয়াম। র্যালীটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিরাজ মোর্শেদ। তাঁদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালীটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফতুল্লা থানা শাখার সাবেক সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক তাশফি মাহমুদ সিয়ামসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। তাঁদের উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
র্যালী চলাকালে অংশগ্রহণকারীরা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে স্লোগান দেন। পুরো কর্মসূচি জুড়ে শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে।
সভাপতির বক্তব্যে সাইদুল ইসলাম সিয়াম বলেন, মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের স্মারক। তিনি ছাত্রসমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে বলীয়ান মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জাতির কল্যাণে শিক্ষার্থীদের গঠনমূলক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অন্যান্য বক্তারাও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান। তাঁরা বলেন, একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য বিশেষ দোয়ার মাধ্যমে বিজয় র্যালীটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।






















