খিলগাঁও নবীনবাগ বাইতুল মামুর মসজিদের মোড়ে ছিনতাইকারীর হা/ম/লা; নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ

ডেস্ক রিপোর্ট:
রাজধানীর খিলগাঁও নবীনবাগ এলাকার বাইতুল মামুর মসজিদের মোড়ের কাছে সম্প্রতি এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর ওপর ছিনতাইকারীদের হামলার একটি ভিডিও ফুটেজ স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীনবাগ ৫ নম্বর সড়কের প্রবেশপথের পাশে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন দুষ্কৃতকারী পথচারী বা স্থানীয় কোনো ব্যক্তির পথ রোধ করে অটো রিক্সা থামিয়ে এক নারীর কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায় এবং একপর্যায়ে হামলা চালায়।
এই ঘটনার ফলে এলাকার বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে পুলিশি টহল বৃদ্ধি এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগেও খিলগাঁওয়ের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বছরের অক্টোবরে দক্ষিণ বনশ্রী এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছিল পুলিশ। এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে অটোরিকশার যাত্রীদের কাছ থেকে ছিনতাই এবং ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছিল।
বাইতুল মামুর মসজিদের মোড়ের এই সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে যে, এই জনবহুল এলাকাটিতে ছিনতাইকারীদের তৎপরতা এখনও বিদ্যমান। স্থানীয়রা মনে করছেন, অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থার আরও কঠোর নজরদারি প্রয়োজন।
এ বিষয়ে খিলগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।























