12:12 pm, Sunday, 21 December 2025

আনিস আলমগীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ

দিগন্ত প্রতিদিন

Screenshot 20251215 081252

 

বিশেষ প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গুপ্তচর আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি। রবিবার রাতে তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে পারেননি, যে কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

এদিকে, রবিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আওয়ামী গুপ্তচর আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ (মামলা) দায়ের করা হয়েছে। ‘জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্ট মাসে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর, অভিযুক্তরা বিভিন্ন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ‘পুনর্বাসন’ করার চেষ্টা করেছেন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তাদের বক্তব্য ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কে দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

কিছু সংবাদমাধ্যম এবং সংগঠন আনিস আলমগীরকে “ভারতীয় গুপ্তচর” হিসেবেও আখ্যায়িত করেছে এবং তাকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন।

উল্লেখ্য, আনিস আলমগীর ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি সংবাদ পরিবেশন করে পরিচিতি পান। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের গুপ্তচর হয়ে অবস্থান নেওয়ায় তিনি ফ্যাসিস্ট ও সমালোচিত হন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 02:32:27 am, Monday, 15 December 2025
93 Time View

আনিস আলমগীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ

Update Time : 02:32:27 am, Monday, 15 December 2025

 

বিশেষ প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গুপ্তচর আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি। রবিবার রাতে তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে পারেননি, যে কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

এদিকে, রবিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আওয়ামী গুপ্তচর আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ (মামলা) দায়ের করা হয়েছে। ‘জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্ট মাসে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর, অভিযুক্তরা বিভিন্ন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ‘পুনর্বাসন’ করার চেষ্টা করেছেন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তাদের বক্তব্য ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কে দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

কিছু সংবাদমাধ্যম এবং সংগঠন আনিস আলমগীরকে “ভারতীয় গুপ্তচর” হিসেবেও আখ্যায়িত করেছে এবং তাকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন।

উল্লেখ্য, আনিস আলমগীর ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি সংবাদ পরিবেশন করে পরিচিতি পান। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের গুপ্তচর হয়ে অবস্থান নেওয়ায় তিনি ফ্যাসিস্ট ও সমালোচিত হন।