5:16 am, Sunday, 21 December 2025

মহান বিজয় দিবসে হাজী ইউসুফের শুভেচ্ছা: শহীদ জিয়ার ডাকে অর্জিত স্বাধীনতা, ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র সুরক্ষার আহ্বান

দিগন্ত প্রতিদিন

1765824385055

 

মোঃ ইব্রাহিম হোসেনঃ
মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-১৩ আসনের সাংগঠনিক টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ। সোমবার (১৫ ডিসেম্বর) এক বার্তায় তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

হাজী মোহাম্মদ ইউসুফ দিনটিকে বাঙালি জাতির জন্য ‘গৌরবময় একটি দিন’ হিসেবে অভিহিত করেন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে।

তাঁর কথায়: তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে সেই সব নাম না জানা শহীদ ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, যাঁরা নিজেদের বর্তমান বিসর্জন দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করেছিলেন হাজী ইউসুফ উল্লেখ করেন, রক্তস্রোত পেরিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা গত শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল চিরায়ত গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া। তিনি জোর দিয়ে বলেন যে, বিএনপি আজও সেই লক্ষ্য অর্জনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে, তিনি অভিযোগ করেন যে, বারবার গণবিরোধী কর্তৃত্ববাদী শক্তি দেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা করেছে এবং বহুমাত্রিক গণতন্ত্রকে সমাধিস্থ করতে চেয়েছে।

বিএনপি নেতা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করা হয়েছিল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও একের পর এক মিথ্যা মামলায় সাজা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

হাজী ইউসুফ দাবি করেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে, গণতন্ত্রের ধারাবাহিক চর্চা ও বিকাশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

বিজয় দিবসের এই শুভক্ষণে তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তাঁর বার্তা শেষ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 06:49:51 pm, Monday, 15 December 2025
37 Time View

মহান বিজয় দিবসে হাজী ইউসুফের শুভেচ্ছা: শহীদ জিয়ার ডাকে অর্জিত স্বাধীনতা, ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র সুরক্ষার আহ্বান

Update Time : 06:49:51 pm, Monday, 15 December 2025

 

মোঃ ইব্রাহিম হোসেনঃ
মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-১৩ আসনের সাংগঠনিক টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ। সোমবার (১৫ ডিসেম্বর) এক বার্তায় তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

হাজী মোহাম্মদ ইউসুফ দিনটিকে বাঙালি জাতির জন্য ‘গৌরবময় একটি দিন’ হিসেবে অভিহিত করেন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে।

তাঁর কথায়: তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে সেই সব নাম না জানা শহীদ ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, যাঁরা নিজেদের বর্তমান বিসর্জন দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করেছিলেন হাজী ইউসুফ উল্লেখ করেন, রক্তস্রোত পেরিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা গত শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল চিরায়ত গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া। তিনি জোর দিয়ে বলেন যে, বিএনপি আজও সেই লক্ষ্য অর্জনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে, তিনি অভিযোগ করেন যে, বারবার গণবিরোধী কর্তৃত্ববাদী শক্তি দেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা করেছে এবং বহুমাত্রিক গণতন্ত্রকে সমাধিস্থ করতে চেয়েছে।

বিএনপি নেতা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করা হয়েছিল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও একের পর এক মিথ্যা মামলায় সাজা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

হাজী ইউসুফ দাবি করেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে, গণতন্ত্রের ধারাবাহিক চর্চা ও বিকাশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

বিজয় দিবসের এই শুভক্ষণে তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তাঁর বার্তা শেষ করেন।