ডেস্ক রিপোর্ট:
রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। অছিম পরিবহনের মিরপুরগামী ওই বাসে আগুনের সূত্রপাত কীভাবে হলো তা এখনো নিশ্চিত নয়।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটেছে।
বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম জানান, সাড়ে আটটার দিকে উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে একটি বাসে আগুন দেওয়া হয়। কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
বাসে আগুন লাগার সময় যাত্রীদের মধ্যে কেউ গুরুতরভাবে আহত হয়েছেন কি না সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, আগুন দেখে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে আশপাশের যানবাহনের চলাচলও প্রভাবিত হয়।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন