আমজনতা দল থেকে ঢাকা-১১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন নুর হোসেন সোহেল

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য (এমপি) প্রার্থী হতে আমজনতা দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোঃ নুর হোসেন সোহেল।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় আমজনতা দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র কেনেন। এ সময় দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান ও অন্যান্য শীর্ষ স্থানীয় নেতারা তার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুর হোসেন সোহেল সাংবাদিকদের জানান, তিনি আমজনতা দলের ‘প্রজাপতি’ মার্কায় নির্বাচন করার জন্য ফরম সংগ্রহ করেছেন। তিনি বলেন, “ঢাকা-১১ আসন থেকে দল আমাকে মনোনয়ন দিলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষদের নিয়েই নির্বাচন করব।
সকলের সাহায্য-সহযোগিতা ও ভালোবাসা নিয়ে নির্বাচনের পথে এগিয়ে যাব।” তিনি আরও জানান, দলীয় মনোনয়নের জন্য নির্বাচনি ফরম কিনতে পেরে তিনি আমজনতা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’ নামে দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধনের নীতিগত অনুমোদন দিয়েছে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে প্রার্থীরা বিভিন্ন আসন থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন।






















