নিজস্ব প্রতিবেদক:
"ন্যায্য ভোক্তা অধিকার, স্বাধীনতা, সমতা, ন্যায়বিচার 'আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র' সমৃদ্ধ মানবাধিকার" সামনে রেখে গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের (GCHRF) উদ্যোগে ও "মানবিক বিশ্ব গড়ি-বৈষম্য নয়, সমতা হোক মূলনীতি" স্লোগানে ঢাকায় বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ পালিত হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকালে জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ হাসান আলী রেজা দোজা এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজীর নেতৃত্বে ফোরামের নেতা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আহাদ হোসেন পাটোয়ারী, পরিচালক (জনসংযোগ) মোঃ আল-আমিন (শাওন), পরিচালক (এডমিন) হামিদুর রহমান, পরিচালক (আইন) মোঃ সাইদুর রহমান মজুমদার, পরিচালক (কল্যান) মোঃ ফিরোজ হোসেন, পরিচালক (অর্থ) লায়ন মোঃ জারিফ, পরিচালক (আন্তর্জাতিক) মোঃ ফরিদ হোসেন খান, পরিচালক (উন্নয়ন) মোঃ নাসির উদ্দিন রিপন, পরিচালক (ইভেন্ট) কুতুব উদ্দিন, পরিচালক (নিরাপত্তা) মোঃ সালাউদ্দিন, নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক মাসুম হোসেন, এবং নির্বাহী সদস্য মোঃ মাহফুজুর রহমান খান, মাবরুর-ই-মোর্শেদ, শাহালম সহ ঢাকা জেলা, মহানগর উত্তর-দক্ষিণ ও অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক মোমিন মেহেদী এবং রাজনীতিবিদ ও লেখক শান্তা ফারজানা।
র্যালী পরবর্তী পথসভায় বক্তারা ভোক্তা অধিকার এবং মানবাধিকারের গুরুত্ব তুলে ধরেন। তারা বৈষম্যহীন একটি মানবিক বিশ্ব গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভোক্তার অধিকার ও মানবাধিকার পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন