মোঃ ইব্রাহিম হোসেন:
ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ পারভেজ আলম-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোঃ অলিদুজ্জামান ইরান।
সোমবার (৮ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মোঃ অলিদুজ্জামান ইরান বলেন, “মোঃ পারভেজ আলমের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত এবং তার পরিবারবর্গ ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।”
তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মোঃ পারভেজ আলম সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন