5:17 am, Sunday, 21 December 2025

‘সাংবাদিক’ পরিচয়ে চাঁদাবাজি” দুই প্রতারক হাতে-নাতে আটক, অর্থ নেওয়ার কথা স্বীকার

Screenshot 20251204 041523

 

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের রাজনগরে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার সময় ০৩- ডিসেম্বর ২০২৫ দুই ব্যক্তিকে হাতে-নাতে আটক করেছেন স্থানীয় জনতা।

আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে। পরে স্থানীয় জনতা তাদের রাজনগর থানায় সোপর্দ করেন।

স্থানীয় ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে রাজনগরের বিভিন্ন ইউনিয়নে অপরিচিত কিছু লোক নিজেদের প্রভাবশালী গণমাধ্যমের প্রতিনিধি পরিচয় দিয়ে প্রবেশ করছিল। তারা নানা অনিয়মের অভিযোগ তোলার ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে ইউপি চেয়ারম্যানদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছিল।

এই বিষয়ে একাধিক চেয়ারম্যানের কাছে অভিযোগ জমা পড়লে তাদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। ভুক্তভোগী চেয়ারম্যানরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী, গতকাল অর্থ আদায়ের জন্য আসলে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে এবং তাৎক্ষণিক ভাবে রাজনগর থানায় হস্তান্তর করে।

আটককৃতদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দুই ভুয়া সাংবাদিক স্বীকার করেছে যে তারা এর আগেও বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা নিয়েছে।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “আমরা আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রেখেছি। তারা স্বীকার করেছে যে তারা ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করছিল। এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড শুধু পেশাদার সাংবাদিকদের মর্যাদাই ক্ষুণ্ন করে না, বরং সাধারণ মানুষের আস্থাকেও নষ্ট করে দেয়। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ আরও জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 10:22:33 pm, Wednesday, 3 December 2025
147 Time View

‘সাংবাদিক’ পরিচয়ে চাঁদাবাজি” দুই প্রতারক হাতে-নাতে আটক, অর্থ নেওয়ার কথা স্বীকার

Update Time : 10:22:33 pm, Wednesday, 3 December 2025

 

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের রাজনগরে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার সময় ০৩- ডিসেম্বর ২০২৫ দুই ব্যক্তিকে হাতে-নাতে আটক করেছেন স্থানীয় জনতা।

আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে। পরে স্থানীয় জনতা তাদের রাজনগর থানায় সোপর্দ করেন।

স্থানীয় ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে রাজনগরের বিভিন্ন ইউনিয়নে অপরিচিত কিছু লোক নিজেদের প্রভাবশালী গণমাধ্যমের প্রতিনিধি পরিচয় দিয়ে প্রবেশ করছিল। তারা নানা অনিয়মের অভিযোগ তোলার ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে ইউপি চেয়ারম্যানদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছিল।

এই বিষয়ে একাধিক চেয়ারম্যানের কাছে অভিযোগ জমা পড়লে তাদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। ভুক্তভোগী চেয়ারম্যানরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী, গতকাল অর্থ আদায়ের জন্য আসলে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে এবং তাৎক্ষণিক ভাবে রাজনগর থানায় হস্তান্তর করে।

আটককৃতদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দুই ভুয়া সাংবাদিক স্বীকার করেছে যে তারা এর আগেও বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা নিয়েছে।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “আমরা আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রেখেছি। তারা স্বীকার করেছে যে তারা ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করছিল। এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড শুধু পেশাদার সাংবাদিকদের মর্যাদাই ক্ষুণ্ন করে না, বরং সাধারণ মানুষের আস্থাকেও নষ্ট করে দেয়। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ আরও জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।