জাঁকজমকপূর্ণ আয়োজনে তুবা সোসাইটির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট:
অসহায় মানুষের সেবায় এগারো বছরের পথচলা সমাজের নিঃস্ব, অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন ‘তুবা সমাজ কল্যাণ সোসাইটি’ তার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়।
গতকাল সোমবার ১ ডিসেম্বর সন্ধ্যায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সভাপতিত্বে এবং তুবা টিভির চেয়ারম্যান মোহাম্মদ সাদেকুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মনির হোসেন কাজী। তিনি সংগঠনটির গত এক দশকের সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ ওলিউর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ শাহাবুদ্দিন, বাংলাদেশ রেলওয়ের এসএসই ইনচার্জ সিকলাইন ঢাকা মোহাম্মদ ফারুক রেজা, টিএক্সআর সিকলাইন ঢাকা মোহাম্মদ জসিমউদ্দীন, তুবা সমাজ কল্যাণ সোসাইটির অন্যতম উপদেষ্টা আবদুর কাদের দীপু এবং আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও এসময় সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিপুলসংখ্যক শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত এক দশকে তুবা সমাজ কল্যাণ সোসাইটি দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান সভাপতির বক্তব্যে মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সকল সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

























