মুন্সীগঞ্জের বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার দলীয় সিদ্ধান্তে পুনর্বহাল, নেতাকর্মীদের আনন্দ র্যালি

লৌহজং প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাউসার তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জনি—দু’জনের বিরুদ্ধে গঠিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, কুমারভোগ ইউনিয়নে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনির ব্যাপক জনপ্রিয়তা নষ্ট করতে একটি মহল দীর্ঘদিন ধরে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপবাদ ছড়িয়ে আসছিল। বিশেষত শিমুলিয়া ফেরিঘাট, মাছঘাট ও ট্রলারঘাটকে ঘিরে বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণ-প্রচেষ্টা থেকে সৃষ্টি হওয়া ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণায় পথ ফিরে পেয়ে কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি আনন্দ র্যালি বের করেন। এতে ইউনিয়নজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
১৫ নভেম্বর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলটির সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে দুই নেতাকে সংগঠনের মূলধারায় ফিরে আসার আহ্বান জানান।
নেতাকর্মীরা জানান, মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত বহিষ্কারের ঘটনার অবসান হওয়ায় তারা এখন আরও ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে পারবেন।




















