4:51 am, Saturday, 22 November 2025

লায়ন্স ইন্টারন্যাশনালের লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১ এর ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠান সম্পন্ন

Img 20251110 Wa0010

স্টাফ রিপোর্টার:
লায়ন্স ইন্টারন্যাশনালের লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা কর্মকর্তাদের আনুষ্ঠানিক ভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করানো হয়।

রাজধানীর আগারগাঁও লায়ন ভবন, ঢাকার লায়ন হুমায়ুন জহির অডিটরিয়ামে ৭ই নভেম্বর লায়নস্টিক বর্ষ ২০২৫-২০২৬, ৩০তম লিও ডিস্ট্রিক্ট ইনস্টলেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রারম্ভিক আকর্ষণ ছিল পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি লায়ন নিশাত পারভীন হকের পরিচালিত প্রশিক্ষণ সেশন, যা উপস্থিত লিওরা অত্যন্ত উপভোগ করে। ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. এ.কে.এম. সরওয়ার জাহান জামিল “এমজেএফ” ও জেলা ফার্স্ট লেডি লায়ন রোজিনা শাহীন মুনা-কে লিওদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। সাথে ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. খন্দকার মজহারুল আনোয়ার “এমজেএফ” ও তাঁর সহধর্মিণী লায়ন আসমা আক্তার।

ডিস্ট্রিক্ট অফিসারগণ নতুন বছরের জন্য সেবার শপথ গ্রহণ করে এবং ডিস্ট্রিক্ট গভর্নর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন নতুন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের কাছে। লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠানটি ছিল গাম্ভীর্যপূর্ণ এবং ঐতিহ্যের প্রতীক। এই অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট অফিসারগণ নতুন বছরের জন্য মানবতার সেবায় নিজেদের নিবেদিত করার শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন: বিদায়ী ডিস্ট্রিক্ট গভর্নর আনুষ্ঠানিকভাবে ডিস্ট্রিক্টের দায়িত্বভার তরুণ ও উদ্যমী নতুন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের কাছে হস্তান্তর করা হয়। এটি ছিল অভিজ্ঞতার হাত ধরে নতুন প্রজন্মের কাছে নেতৃত্ব তুলে দেওয়ার এক প্রতীকী মুহূর্ত।

লিও অরিত্র রহমানের নেতৃত্বে নতুন ডিস্ট্রিক্ট ক্যাবিনেট অফিসাররা সম্মিলিতভাবে শপথ গ্রহণ করেন, “আমাদের প্রতিটি পদক্ষেপ হবে মানুষের জন্য, সমাজের জন্য।” এই দায়িত্ব হস্তান্তর এবং শপথ গ্রহণের মাধ্যমে লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১ সেবার এক নতুন অধ্যায়ে প্রবেশ করল, যেখানে তরুণ নেতৃত্ব ও নতুন প্রতিজ্ঞা সমাজের কল্যাণে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, ক্যাবিনেট সদস্য ও লিও স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টাবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 08:45:12 pm, Monday, 10 November 2025
176 Time View

লায়ন্স ইন্টারন্যাশনালের লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১ এর ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠান সম্পন্ন

Update Time : 08:45:12 pm, Monday, 10 November 2025

স্টাফ রিপোর্টার:
লায়ন্স ইন্টারন্যাশনালের লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা কর্মকর্তাদের আনুষ্ঠানিক ভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করানো হয়।

রাজধানীর আগারগাঁও লায়ন ভবন, ঢাকার লায়ন হুমায়ুন জহির অডিটরিয়ামে ৭ই নভেম্বর লায়নস্টিক বর্ষ ২০২৫-২০২৬, ৩০তম লিও ডিস্ট্রিক্ট ইনস্টলেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রারম্ভিক আকর্ষণ ছিল পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি লায়ন নিশাত পারভীন হকের পরিচালিত প্রশিক্ষণ সেশন, যা উপস্থিত লিওরা অত্যন্ত উপভোগ করে। ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. এ.কে.এম. সরওয়ার জাহান জামিল “এমজেএফ” ও জেলা ফার্স্ট লেডি লায়ন রোজিনা শাহীন মুনা-কে লিওদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। সাথে ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. খন্দকার মজহারুল আনোয়ার “এমজেএফ” ও তাঁর সহধর্মিণী লায়ন আসমা আক্তার।

ডিস্ট্রিক্ট অফিসারগণ নতুন বছরের জন্য সেবার শপথ গ্রহণ করে এবং ডিস্ট্রিক্ট গভর্নর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন নতুন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের কাছে। লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠানটি ছিল গাম্ভীর্যপূর্ণ এবং ঐতিহ্যের প্রতীক। এই অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট অফিসারগণ নতুন বছরের জন্য মানবতার সেবায় নিজেদের নিবেদিত করার শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন: বিদায়ী ডিস্ট্রিক্ট গভর্নর আনুষ্ঠানিকভাবে ডিস্ট্রিক্টের দায়িত্বভার তরুণ ও উদ্যমী নতুন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের কাছে হস্তান্তর করা হয়। এটি ছিল অভিজ্ঞতার হাত ধরে নতুন প্রজন্মের কাছে নেতৃত্ব তুলে দেওয়ার এক প্রতীকী মুহূর্ত।

লিও অরিত্র রহমানের নেতৃত্বে নতুন ডিস্ট্রিক্ট ক্যাবিনেট অফিসাররা সম্মিলিতভাবে শপথ গ্রহণ করেন, “আমাদের প্রতিটি পদক্ষেপ হবে মানুষের জন্য, সমাজের জন্য।” এই দায়িত্ব হস্তান্তর এবং শপথ গ্রহণের মাধ্যমে লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১ সেবার এক নতুন অধ্যায়ে প্রবেশ করল, যেখানে তরুণ নেতৃত্ব ও নতুন প্রতিজ্ঞা সমাজের কল্যাণে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, ক্যাবিনেট সদস্য ও লিও স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টাবৃন্দ।