খেলার মাধ্যমে শিশুর বিকাশ ঘটে” লৌহজংয়ে পার্ক উদ্বোধনে জেলা প্রশাসক

মোঃ জাহিদ হাসান:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ সংলগ্ন নবনির্মিত শিশু পার্ক হাঁসি খুসি উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে পার্কটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত বলেন, “শুধুমাত্র বিনোদন নয়, শিশুদের মেধা ও শারীরিক বিকাশে এই ধরনের শিশু পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলার মাধ্যমে শিশুরা যেমন আনন্দ পায়, তেমনি তাদের মানসিক বিকাশও ঘটে।”
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে মাঠ-খেলাধুলা ও বিনোদন কেন্দ্র অপরিহার্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শরীফ উল্যাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগন।




















