1:00 pm, Tuesday, 4 November 2025

আমাদের দীর্ঘদিনের বন্ধু বিএনপির সঙ্গে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করছে শত্রুরা; মাসুদ সাঈদী

দিগন্ত প্রতিদিন

Unnamed File.jpg

 

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। শত্রুরা বারবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। আমাদের দীর্ঘদিনের বন্ধু বিএনপির সঙ্গে আমাদের দ্বন্দ্ব তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর উচিত ছিল সব দল মিলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু লক্ষ্য করছি, আমরা যারা একত্রে ছিলাম তারা আবার এখন বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করছে।

সোমবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ৫ আগস্টের আগে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিধায় জুলাই বিপ্লব সফল হয়েছিল এবং ফ্যাসিস্টদের পতন হয়। আমরা যদি নিজেরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হই তাহলে ফ্যাসিস্ট দল আবার মাথাচাড়া দিয়ে উঠবে।

জামায়াতের এ নেতা বলেন, দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় একটি জবাবদিহি মূলক সরকার, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে বাংলাদেশকে একটি কল্যাণ মূলক রাষ্ট্রে পরিণত করব।

চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ছরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলার আমির মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলার আমির মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইন্দুরকানী উপজেলার আমির মাওলানা আলী হোসেন, সাবেক আমির হাবিবুর রহমান, কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এসএম ইউনুস আলী, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 12:02:29 am, Tuesday, 4 November 2025
39 Time View

আমাদের দীর্ঘদিনের বন্ধু বিএনপির সঙ্গে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করছে শত্রুরা; মাসুদ সাঈদী

Update Time : 12:02:29 am, Tuesday, 4 November 2025

 

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। শত্রুরা বারবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। আমাদের দীর্ঘদিনের বন্ধু বিএনপির সঙ্গে আমাদের দ্বন্দ্ব তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর উচিত ছিল সব দল মিলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু লক্ষ্য করছি, আমরা যারা একত্রে ছিলাম তারা আবার এখন বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করছে।

সোমবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ৫ আগস্টের আগে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিধায় জুলাই বিপ্লব সফল হয়েছিল এবং ফ্যাসিস্টদের পতন হয়। আমরা যদি নিজেরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হই তাহলে ফ্যাসিস্ট দল আবার মাথাচাড়া দিয়ে উঠবে।

জামায়াতের এ নেতা বলেন, দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় একটি জবাবদিহি মূলক সরকার, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে বাংলাদেশকে একটি কল্যাণ মূলক রাষ্ট্রে পরিণত করব।

চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ছরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলার আমির মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলার আমির মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইন্দুরকানী উপজেলার আমির মাওলানা আলী হোসেন, সাবেক আমির হাবিবুর রহমান, কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এসএম ইউনুস আলী, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম।