মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এই নান্নু মোল্লা

মোঃ ইব্রাহিম হোসেন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর উপজেলা আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা। তাঁর বর্ণাঢ্য রাজনীতিতে প্রবেশ ছাত্রদলের মাধ্যমে ১৯৮৯ সাল থেকে যখন তিনি নবম শ্রেণিতে পড়তেন। ঐ সময়ে তিনি শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ছাত্র রাজনীতিতে রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। এছাড়াও ১৯৯৮ সাল থেকে ২০১১সাল পর্যন্ত দীর্ঘ ১৩বছর ঢাকার মিরপুরে সাবেক সংসদ সদস্য এসএ খালেক এর সাথে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০০৯ সালে পাঁচ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি ও থানা কমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ২০১৫ সালে থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ লাভ করেন। ২০১১ সালে স্থানীয় ইউপি নির্বাচনে জনগণের ব্যাপক সাড়া পান তিনি। এর পর ২০১৬ সালে আবার স্থানীয় ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জনগনের আস্থা অর্জন করেন।
রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ২২টি রাজনৈতিক মামলা হয়েছে। এই নেতার ৯৫, ২৩ দিন, ২দফায় মোট ১১৮ দিন কাশিমপুর কারাগারে কারাবরণ করতে হয়েছে। মায়ের মৃত্যুতে মামলার কারণে মায়ের জানাযা পড়া ছিল তাঁর জন্য অনিশ্চিত। এছাড়াও রাজপথের আন্দোলননে গুলিবিদ্ধ সহ একাধিকবার শারীরিক ভাবে আহত হন। ৫ আগষ্টের আগে জুলাই আন্দোলনের ভুমিকা ছিল লক্ষনীয়।
বর্তমানে তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলের দ্বায়িত্ব পালন করে আসছেন। বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে একেরপর এক ব্যতিক্রমী মানবিক কাজ করে যাচ্ছেন এই নেতা। সমাজের অসহায় মানুষের সেবা করা তাঁর এক প্রকার নেশা বলাই চলে। ইতো পূর্ব দেখা গেছে আশ্রয়হীনদের গৃহ নির্মাণ করে দেয়া, মাদ্রাসা, মসজিদ মন্দিরে বিভিন্ন প্রকারের অনুদান দেয়া থেকে শুরু করে চাল, ডাল, খাদ্য সামগ্রী ও জামা-কাপড় বিতরণ করেন অসহায় মানুষের মাঝে।
বাংলা ১৪৩২ অর্থ বছরের শত বছরের ঐতিহ্যবাহী বাহাদুরপুর হাট নিজ নামে ইজারা গ্রহণ করে সরকারি কোষাগারে সম্পূর্ণ অর্থ জমা দিয়ে জনসাধারণের জন্য খাজনা মওকুফ করেদেন। শিবচরের বিভিন্ন স্তরের মানুষ তাঁর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের অনুভুতি জানতে চাইলে তাঁরা বলেন, এমন একজন নেতাই আমরা চাই যিনি আমাদের সুখে-দুঃখে পাশে থাকবেন।
এ বিষয়ে হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা বলেন, আমি জনগণের জন্য রাজনীতি করি। দল আমাকে নমিনেশন দিলে আমি দলের হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকবো। এবারের নমিনেশনে দল যেহেতু ত্যাগীদের মূল্যায়ন করবে তাই আমি আশাবাদী।
																			
																		
								                                        



















