নীলফামারীতে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আবেদ আলী: নীলফামারীতে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মেধা বিকাশে ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) জলঢাকা শহরের দুইটি স্বনামধন্য প্রতিষ্ঠান জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল, জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও ডিমলা সরকারি রানী বৃন্দারানী স্কুল কেন্দ্রে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৪ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরিক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের উপদেষ্টা জনাব মাও. মোঃ আব্দুস সাত্তার, জনাব মোখলেছুর রহমান মাষ্টার, কিশোরকন্ঠ পাঠক ফোরাম নীলফামারী জেলা চেয়ারম্যান তাজামুল হাসান সাগর, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামারুজ্জামান, সাব্বির আহমেদ প্রমুখ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হবে।
																			
																		
								                                        





















