ডেস্ক রিপোর্ট:
রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় এনজিও ঋণের চাপ সইতে না পেরে আজিমুন্নেসা (৫২) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে মিম আক্তার জানান, তার মা ছেলেকে বিদেশে পাঠানোর জন্য ‘আশা’, ‘মানবিক’, ‘পল্লী মঙ্গল’ ও ‘সিএসএস’সহ বিভিন্ন এনজিও সংস্থা থেকে বিভিন্ন মেয়াদে একাধিক ঋণ নেন। পরে সেই ঋণের টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠানো হলেও ধার করা অর্থ পরিশোধের চাপের কারণে তিনি চরম মানসিক চাপে ভোগেন।
মিম বলেন, ঋণের টাকা শোধ করতে না পেরে মা হতাশা ও দুশ্চিন্তায় ভুগছিলেন। পরে রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। আমরা দেখতে পেয়ে ডেমরা থানাকে খবর দিই। পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান মা আর বেঁচে নেই।
পরিবার জানায়, তারা পূর্ব বক্সনগর এলাকার মোহাম্মদ ফারুক উদ্দিনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। পরিবারে বাবা আব্দুল মজিদ মোল্লাসহ চার বোন ও এক ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন